Advertisement
Advertisement

Breaking News

Water Tank

চরম গরমে জলের ট্যাঙ্ক আগুন? ঠান্ডা ঠান্ডা জল পেতে রইল সহজ টিপস

খুব সহজেই ট্যাঙ্কের জলকে রাখতে পারেন ঠান্ডা।

try these tips to cool Water Tank
Published by: Akash Misra
  • Posted:April 26, 2024 8:11 pm
  • Updated:April 26, 2024 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নান করতে গিয়ে জলের কল খুললেই আগুনের মতো জল। গা প্রায় পুড়ে ছাই। সূর্যের তেজে ট্যাঙ্ক একেবারে তন্দুর। কী উপায়? খুব সহজেই ট্যাঙ্কের জলকে রাখতে পারেন ঠান্ডা। রইল টিপস।

বাড়ির ট্যাঙ্কের জলকে তীব্র রোদের হাত থেকে ঠান্ডা রাখতে পাটের বস্তার ব্যবহার করতে পারেন। ৪ থেকে ৫ টি পাটের বস্তা সংগ্রহ করে সেগুলিকে ভিজিয়ে বস্তাগুলিকে দিয়ে ট্যাঙ্কটিকে বাইরে থেকে ভালভাবে ঢেকে দিতে হবে। দেখবেন এতে জল ঠান্ডা হবে।

Advertisement

গরমকালে ট্যাঙ্কের জল গরম হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হল যে পাইপলাইন দিয়ে জলটি আসে সেটি সূর্যের তাপে গরম হয়ে যায়। ভেজা কাপড় দিয়ে যদি পাইপকে ঢেকে দেওয়া যায় তাহলে সেটি সরাসরি তাপ পাবেনা এবং সেক্ষেত্রে জলও ঠান্ডা থাকবে।

[আরও পড়ুন: প্যাঁকাটির মতো চেহারা সৌরসেনীর! সৃজিতের কড়া হুঁশিয়ারি, কীসের জন্য দিলেন ২ মাস সময়?]

বিশেষজ্ঞরা বলেন, গরমে সাদা রঙের কাপড় পড়তে। সেই ফমূর্লা মেনেই ট্যাঙ্কের গায়ে সাদা রং করে দিন। দেখবেন জল ঠান্ডা থাকবে।

ট্যাঙ্কের গায়ে চুন বা মাটির প্রলেপ লাগিয়ে দিন। দেখবেন জল ঠান্ডা থাকবে।

[আরও পড়ুন: গরমে পান্তা না টাটকা ভাতে লেবু কচলে খাওয়া বেশি উপকারী? বিশেষজ্ঞর মত জেনে রাখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement