Advertisement
Advertisement
open KItchen

ছোট ফ্ল্যাটে ওপেন কিচেন বানাতে চান? মাথায় রাখুন এসব বিষয়

৩ নম্বরটা অবশ্যই মেনে চলুন।

try these open KItchen tips for home decor| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 3, 2024 4:17 pm
  • Updated:February 3, 2024 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট থেকেই সোজা হৃদয়। আর এই হৃদয় ছোঁয়ার মন্ত্র যদি তৈরি হয় সুন্দর একটা রান্নাঘরে, তাহলে হৃদয় জিতে নেওয়াটা হবে খুব সহজেই। কীভাবে সাজাবেন আপনার ওপেন কিচেন? রইল টিপস

১) রান্নাঘরে হালকা রঙের ক্যাবিনেট নয়। উজ্জ্বল রঙের সানমাইকা ব্যবহার করুন। মেরুন, বেগনি, সবুজের মতো বাহারি রঙের সানমাইকা ভোল বদলে দেবে আপনার রান্নাঘরের।

Advertisement

২) বসার ঘর কিংবা বেড রুম নয়, হেঁশেলকেও কিন্তু নানা রকম লাইট দিয়ে সাজিয়ে তুলতে পারবেন। আলো কিন্তু অন্দরসজ্জার গুরুত্বপূর্ণ উপকরণ। তাই রান্নাঘরে আলো নিয়ে খেলা করলে দেখতে বেশ ভালই লাগে।

[আরও পড়ুন: অশুচি মিলনে বাড়ছে জরায়ুমুখের ক্যানসার? কীভাবে হবে রক্ষা? জানালেন বিশেষজ্ঞ]

৩) গ্যাসের স্ল্যাব আর দেওয়ালে টাইলসের বদলে কালো মার্বেলের ব্যবহার করতে পারেন।

৪) রান্নাঘরের মেঝেতেও বদল আনতে পারেন। হেঁশেলে কাঠের মেঝে বেশ ভাল মানায়। আর খুব বেশি খরচ করতে না চাইলে, কাঠের ট্রেক্সারযুক্ত ম্যাটও ব্যবহার করতে পারেন।

[আরও পড়ুন: গ্রেপ্তার দেবশ্রী রায়! কী এমন করলেন টলিউডের ‘কেমিস্ট্রি মাসি’?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement