Advertisement
Advertisement

কীভাবে সাজাবেন পড়ার ঘর, ইন্টেরিয়রে হাত দেওয়ার আগে কয়েকটা টিপস

বাড়ির নিরিবিলি, খোলামেলা জায়গা পড়ার ঘরের জন্য উপযুক্ত।

Tips to decor your study room
Published by: Sucheta Sengupta
  • Posted:February 17, 2019 7:05 pm
  • Updated:February 17, 2019 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়তে বসতে মোটেই ভাল লাগে না ছোট্ট জিয়ার। তা লাগবেই বা কেন? এত্ত বড় বাড়ির মধ্যে এত জায়গা, তবু পড়ার ঘরটা কেমন যেন আঁধার আঁধার। ঢুকলেই মন খারাপ হয়ে যায়। পড়ায় মন বসানো তো কঠিন ব্যাপার। জিয়ার মতো এমন সমস্যা বোধহয় আরও অনেকেই আছে। শুধু কি ছোটরা? বড়দেরও তো স্টাডি রুম আছে। তা নিজের মতো করে সাজিয়েগুছিয়ে নেওয়ার ব্যাপার থাকে। তাই পড়ার ঘরকে আকর্ষণীয় করে তুলতে জেনে নিন, কীভাবে সাজাবেন ঘর।

সর্দি-কাশিতে জেরবার? রোগ সারাতে বাড়িতেই বানান কফ সিরাপ

Advertisement

১. পড়ার ঘর অবশ্যই খোলামেলা হতে হবে। উত্তর খোলা জানলা থাকলে তো কথাই নেই। নাহলেও অন্তত আলোবাতাস খেলার জন্য একটি বড়সড় জানলা অবশ্যই রাখবেন। জানলার পাশে ছোট ছোট ফুলের গাছ থাকলে ভাল, ঘরের শোভা বাড়বে। সকাল সকাল রোদ ঢুকলেই ঘর সুন্দর থাকবে। পড়তে বসে মন ভাল হয়ে যাবে।

২. এলোমেলো করে বই ছড়িয়ে রাখা অনেকের অভ্যেস। এটা বাদ দিন। পড়ার পর বইটি রেখে দিন শেলফের নির্দিষ্ট তাকে। বইপত্র ছড়ানো ছেটানো থাকলে, ঘরে ঢুকতে মোটেই ইচ্ছে করবে না। গোছানো থাকলে মনে হবে, দু’দণ্ড বসি গিয়ে।

৩. নিয়মিত বুক শেলফের ধূলো ঝাড়ুন। গড়িমসি করবেন না। তাতে ঘরের পরিবেশ পরিচ্ছন্ন, নির্মল থাকবে। ধূলো জমতে থাকলে, ঘরের পরিবেশে বেশিক্ষণ থাকা যাবে না।

study-room3

৪. বাড়ি ছোট হলেও, সবচেয়ে নিরিবিলি জায়গা বেছে নিন পড়ার ঘর তৈরির জন্য। খোলামেলা অথচ কোণার দিকে হলে, ভাল।

ঘরোয়া উপায়ে বাড়িতেই তৈরি করুন পারফিউম

৫. পড়ার নেশা তো আছেই। নতুন বই বেরোলেই কিনে ফেলেন কি? আর বুক শেলফ ভারী করে জমতে থাকে বই? বেশ তো, সেক্ষেত্রে দেওয়াল ঘেঁষা তাক বানিয়ে নিন। পরপর বই রাখলে ঘরের ছবিও বদলে যাবে।

৬. পড়ার ঘর হতে হবে নিঃস্তব্ধ, কোলাহল থেকে অনেকটা দূরে। তাতে মনসংযোগ ভাল হবে। টেলিভিশন একেবারেই রাখবেন না। কম্পিউটার বা ল্যাপটপ থাকলে, স্পিকারের ভলিউম অত্যন্ত কম করে রাখুন।

৭. দিনের বেলা প্রকৃতির আলোয় আলোকিত হোক স্টাডি রুম। আর বিকেলের পর থেকে পড়াশোনার জন্য রাখতে পারেন হাই পাওয়ারের টেবিল ল্যাম্প।

study-room2

৮. পড়ার টেবিলে বেশি জিনিসপত্র রাখবেন না। যতটুকু না রাখলেই নয়, ততটুকুই। অর্থাৎ বই, খাতা, কলমদানির পাশাপাশি বরাবর থাকতে পারে একটা ছোট্ট ফুলদানি, প্রিয় কারও পোস্টার। যা আপনাকে অনুপ্রেরণা জোগাবে।

ছিমছাম অথচ ভাবনাচিন্তা করে স্টাডি রুম সাজাতে হবে। ছোটদের জন্যই হোক বা বড়দের, পরীক্ষা হোক বা মনের খিদে মেটানো – পড়ার ঘর যেন হয় আকর্ষণীয়। তাহলেই জিয়াদের আর জোর করে পড়ার ঘরে পাঠাতে হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement