Advertisement
Advertisement
Garden

বাগান তৈরির সময় এই ভুলগুলি করছেন? আজই সাবধান হোন

পৃথিবীতে করে তুলুন সবুজ।

This mistakes may damage your favourite garden ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 6, 2021 5:42 pm
  • Updated:June 6, 2021 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছ (Tree) পছন্দ করেন প্রায় সকলেই। তাই তো বাড়িতে বাগান তৈরি করেন তাঁরা। নিজে হাতে করেন সবুজ প্রাণ প্রতিষ্ঠা। তবে জানেন কি আপনার সামান্য কিছু ভুলের জন্য নষ্ট হতে পারে সাধের বাগান। সাধের বাগানকে (Garden) ফুলে-ফলে ভরে তুলতে চাইলে এই ভুলগুলি ভুলেও করবেন না।

মাটি তৈরি না করেই গাছ পুঁতবেন না। তাহলে আপনার সাধের গাছে বেড়ে ওঠা তো দূরঅস্ত। পরিবর্তে তা মরেও যেতে পারে।

Advertisement

আমাদের উষ্ণ আবহাওয়ায় কোন ধরনের গাছ বেড়ে উঠতে পারে, তা বুঝেশুনে গাছ লাগান। নইলে গাছের মৃত্যু হতে পারে।

soil

জল না দেওয়ার ফলে যেমন গাছের মৃত্যু সম্ভব। তেমনই আবার অতিরিক্ত জল দেওয়ার ফলেও গাছ মরে যেতে পারে। তাই ভুল করেও গাছের গোড়ায় মাত্রাতিরিক্ত জল দেবেন না।

Watering-in-tree

[আরও পড়ুন: সাবধান! বাড়ির এই সমস্ত জায়গায় জুতো বা চপ্পল একদম পরবেন না]

কীটনাশক দেওয়ার আগে তার ব্যবহার বিধি ভাল করে জেনে নিন। যেদিন প্রচণ্ড হাওয়া দেবে সেদিন ভুলেও কীটনাশক দেবেন না। কারণ, হাওয়ার ফলে গোটা গাছেই কীটনাশক ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়।

সার ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম না মানলে গাছের ক্ষতি হতে পারে। গাছের বৃদ্ধির পরিবর্তে মৃত্যুরও কারণ হতে পারে মাত্রাতিরিক্ত সার।

Presticide

গাছকে তার ডালপালা ছড়ানোর জায়গা দিতে হবে। তাই ছোট জায়গায় বেশি গাছ বসাবেন না। যে সমস্ত গাছ সরাসরি সূর্যালোকে থাকে সেগুলিকে ছায়ায় পুঁতবেন না। তাতে গাছের আয়ু কমতে পারে।

Plant

শুকনো গাছের ডাল বা পাতা কেটে ফেলুন। সজীব ডালপালার যাতে কোনও ক্ষতি না হয় গাছ কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন।

কংক্রিটের ভিড়ে সবুজ ক্রমশ হারিয়ে যাচ্ছে। যার প্রভাবে পৃথিবীতে বাড়ছে উষ্ণায়ন। এই পরিস্থিতিতে পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে গাছ লাগান। তবে অবশ্যই বাগান তৈরির সময় এই ভুলগুলি করবেন না।

Tree

[আরও পড়ুন: বাড়িতে থাকা ফটো ফ্রেমকে এভাবেই দিন নয়া লুক, রইল টিপস

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement