সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছ (Tree) পছন্দ করেন প্রায় সকলেই। তাই তো বাড়িতে বাগান তৈরি করেন তাঁরা। নিজে হাতে করেন সবুজ প্রাণ প্রতিষ্ঠা। তবে জানেন কি আপনার সামান্য কিছু ভুলের জন্য নষ্ট হতে পারে সাধের বাগান। সাধের বাগানকে (Garden) ফুলে-ফলে ভরে তুলতে চাইলে এই ভুলগুলি ভুলেও করবেন না।
মাটি তৈরি না করেই গাছ পুঁতবেন না। তাহলে আপনার সাধের গাছে বেড়ে ওঠা তো দূরঅস্ত। পরিবর্তে তা মরেও যেতে পারে।
আমাদের উষ্ণ আবহাওয়ায় কোন ধরনের গাছ বেড়ে উঠতে পারে, তা বুঝেশুনে গাছ লাগান। নইলে গাছের মৃত্যু হতে পারে।
জল না দেওয়ার ফলে যেমন গাছের মৃত্যু সম্ভব। তেমনই আবার অতিরিক্ত জল দেওয়ার ফলেও গাছ মরে যেতে পারে। তাই ভুল করেও গাছের গোড়ায় মাত্রাতিরিক্ত জল দেবেন না।
কীটনাশক দেওয়ার আগে তার ব্যবহার বিধি ভাল করে জেনে নিন। যেদিন প্রচণ্ড হাওয়া দেবে সেদিন ভুলেও কীটনাশক দেবেন না। কারণ, হাওয়ার ফলে গোটা গাছেই কীটনাশক ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়।
সার ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম না মানলে গাছের ক্ষতি হতে পারে। গাছের বৃদ্ধির পরিবর্তে মৃত্যুরও কারণ হতে পারে মাত্রাতিরিক্ত সার।
গাছকে তার ডালপালা ছড়ানোর জায়গা দিতে হবে। তাই ছোট জায়গায় বেশি গাছ বসাবেন না। যে সমস্ত গাছ সরাসরি সূর্যালোকে থাকে সেগুলিকে ছায়ায় পুঁতবেন না। তাতে গাছের আয়ু কমতে পারে।
শুকনো গাছের ডাল বা পাতা কেটে ফেলুন। সজীব ডালপালার যাতে কোনও ক্ষতি না হয় গাছ কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন।
কংক্রিটের ভিড়ে সবুজ ক্রমশ হারিয়ে যাচ্ছে। যার প্রভাবে পৃথিবীতে বাড়ছে উষ্ণায়ন। এই পরিস্থিতিতে পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে গাছ লাগান। তবে অবশ্যই বাগান তৈরির সময় এই ভুলগুলি করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.