সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির দেওয়ালও সুন্দর করে সাজানো যায়। আর তার সবচেয়ে সুন্দর ও সহজ উপায় ছবি বা পেন্টিং। কেউ বড় ফ্রেমের ছবি পছন্দ করেন, কারও আবার পছন্দ ছোট ছোট ফ্রেম। ঘর সাজাতে এর জুড়ি মেলা ভার। কিন্তু অনেক সময় সঠিক যত্নের অভাবে সাধের এই ছবি নষ্ট হয়ে যায়। তাই নিয়ম করে এই বস্তুটিরও যত্ন প্রয়োজন। নাহলে স্রেফ যত্নের অভাবে খারাপ হয়ে যেতে পারে ভালো কোনও ছবি।
কখনও কোনও ছবির ফ্রেমের উপরের অংশ ধরবেন না। এতে সমস্ত ভার ছবির উপর পড়ে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছবির ফ্রেম নিচ থেকে ধরুন।
ছবি কখনও ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না। ফ্রেম পরিষ্কার করার ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করতে পারেন। কিন্তু ছবি পরিষ্কার করতে চাইলে ভেলভেট ব্যবহার করুন।
বাইরের দেওয়ালে ভুলেও ছবি ঝোলাবেন না। এতে বাতাসের আর্দ্রতা লেগে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে বাড়ির উপরের তলায় কখনও ছবি রাখবেন না। অতিরিক্ত তাপে ছবি নষ্ট হয়ে যায়।
প্রতি সপ্তাহে অন্তত দুবার ছবিগুলো সম্পূর্ণ ঝাড়ামোছা করুন। ফাটল ধরলে তখনই সেগুলো মেরামত করে নিন।
প্লাস্টিক দিয়ে পেন্টিং ঢেকে রাখা খুব ভুল চিন্তাধারা। ছবি ঢেকে রাখার সময় সবসময় কাগজ ব্যবহার করুন।
ছবি দেওয়ালে ঝোলানোর সময় সবসময় তার ব্যবহার করুন। ঠিকভাবে ছবি দেওয়ালে ঝোলান।
কোনও একটি প্রমাণ সাইজের দেওয়ালের জন্য দু’টি ছবিই যথেষ্ট। এর বেশি ছবি দেওয়ালে লাগালে সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
ছবিতে যদি ছত্রাক ধরে যায়, তাহলে নিজে কিছু না করে বিশেষজ্ঞদের ডাকুন।
হাত দিয়ে কখনও ছবি ধরবেন না। কারণ হাত বেশিরভাগ সময়ই অপরিষ্কার থাকে। ফলে ছবি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
বাড়ির উপরের তলায় কখনও ছবি রাখবেন না। প্রতি সপ্তাহে অন্তত দুবার ছবিগুলো সম্পূর্ণ ঝাড়ামোছা করুন। মনে রাখবেন, ভালোভাবে রাখতে পারলে ছবি দারুণ দেখতে লাগবে। বাড়বে আপনার গেরস্থালির সৌন্দর্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.