সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী শনিবার সূর্যগ্রহণ। যদি এটি দৃশ্যমান হবে না ভারতে। তবে তার প্রভাবে জেরবার হতে পারে আপনার সুখী জীবন। শনির দশা থেকে বাঁচতে তাই আজই বাড়ি থেকে সরান এই ৯ জিনিস। নইলে হতে পারে সর্বনাশ।
আলমারি বহু জামাকাপড়ই থেকে যায়। সেগুলি যদিও পরা হয় না। এমন অব্যবহার্য জামাকাপড় কিংবা জুতো কি আপনার আলমারিতেও রয়েছে? সেক্ষেত্রে হতে পারে মহাবিপদ। কারণ, বিশেষজ্ঞরা মনে করেন, অব্যবহার্য পোশাক এবং জুতো আপনার সমৃদ্ধিতে বাধা দেয়। বাড়ে দারিদ্র্য। তাই শনির কুনজর থেকে মুক্তি পেতে আজ এই পোশাক ও জুতো ফেলে দেন।
আপনার বাড়িতে কি এমন কোনও বৈদ্যুতিন সামগ্রী রয়েছে যেগুলি কাজ করে না? শনির কুনজর থেকে মুক্তি পেতে ওই সামগ্রীগুলি হয় সারানোর বন্দোবস্ত করুন। আর না হলে তা ফেলে দিন। মনে রাখবেন, আগামী শনিবারের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে।
সকলের বাড়িতে কিছু ওষুধপত্র কিনে রাখা হয়। যাতে রাতবিরেতে কোনও বিপদ হলে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। অনেক সময় মেয়াদ পেরনোর পরেও ওই ওষুধগুলি থেকে যায়। বিশেষজ্ঞদের মতে, এই ওষুধগুলি থাকলে স্বাস্থ্যের উপর কুপ্রভাব পড়ে। শনির কুনজর থেকে রেহাই পেতে বাড়িতে থাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধ আজই ফেলে দিন।
বাড়িতে শুকনো গাছপালা থাকলে সমৃদ্ধি এবং শান্তি বিঘ্নিত হতে পারে। তাই শনির দশা থেকে বাঁচতে আজই বাড়ি থেকে এই ধরনের গাছ সরিয়ে ফেলুন।
ভাঙা বিগ্রহ কিংবা ছবি বাড়িতে ভুলেও রাখবেন না। শনিবারের আগে বাড়িতে থাকা সিংহাসন পরিষ্কার করে ফেলুন। নইলে সংসারে কুপ্রভাব পড়তে পারে।
অনেকের বাড়িতে দিনের পর দিন পুরনো কাগজপত্র রাখা থাকে। বিলও রাখা থাকে। সেগুলি আজই পরিষ্কার করুন। ফেলে দিন পুরনো কাগজপত্র। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কাগজপত্র বাড়িতে থাকলে শনির কুনজর পড়ে। তার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে বাধা তৈরি হয়। সেই সমস্যা যাতে না হয় তাই শনিবারের আগে অবশ্যই বাড়ি থেকে অব্যবহার্য কাগজ, বিল ফেলে দিন।
ভাঙা কাচের আয়না বাড়িতে রাখতে নেই। তার ফলে সংসারের সুখ নষ্ট হয় বলেই মনে করেন গৃহস্থরা। শনির কুনজর থেকে বাঁচতে অবশ্যই ভাঙা আয়না থাকলে ফেলে দিন।
আপনার বাড়িতে কি ভাঙা টেবিল, চেয়ার রয়েছে? শনির কুনজর এড়িয়ে সুখসমৃদ্ধি চাইলে আজই সেগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন। তাতেই আপনার উন্নতি হবে।
বাড়িতে যান্ত্রিক ত্রুটিযুক্ত ঘড়ি থাকলে কেরিয়ারে বাধা আসতে পারে। শনির কুনজর থেকে বাঁচতে আজই এমন ঘড়ি ফেলে দিন। তাতেই জীবনে উন্নতি হবে আপনার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.