সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বাড়ি। অন্যদিকে অফিস। কর্মব্যস্তরা আজকাল যেন নিজেদের জন্য সময় বের করতেই পারেন না। তার ফলে পরিবার, বন্ধুবান্ধব কাউকে আর বিশেষ সময় দিতে পারেন না তাঁরা। স্বাভাবিকভাবেই মানসিক অবসাদ, একাকীত্বের মতো নানা সমস্যাই যেন পিছু ধাওয়া করছে তাঁদের। ব্যস্ততা না হয় একরকম তার উপর আবার কর্মক্ষেত্র কিংবা বাড়িতে অশান্তি থাকলে তো আর কথাই নেই। জীবন নিমেষে হয়ে উঠতে পারে দুর্বিষহ। বাস্তশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে কয়েকটি গাছ। ওই গাছগুলি লাগালে অশান্তির অন্ধকার কেটে সুখশান্তির আলোর রোশনাইতে ভরবে বাড়ি।
কমবেশি প্রায় সকলের বাড়িতেই লাল জবা ফুলের গাছ থাকে। বাস্তু অনুযায়ী, লাল জবাগাছ অত্যন্ত শুভ। বাড়িতে এই গাছ থাকলে তো কথাই নেই আর যদি না থাকে তাহলে উত্তর কিংবা পূর্ব দিকে জবা গাছ লাগান। দেখুন ইতিবাচক কিছু জীবনে ঘটবেই।
গাঁদা ফুলের গাছও বেশিরভাগ গৃহস্থ বাড়িতে দেখা যায়। বাড়িতে মাত্রাছাড়া অশান্তি থেকে রেহাই পেতে উত্তর কিংবা পূর্ব দিকে গাঁদা ফুল গাছ লাগাতে পারেন।
বাড়ির ছাদে টবে কিংবা উঠোনে চাঁপা ফুল গাছ লাগান। এই ফুলটিও কিন্তু সৌভাগ্যের প্রতীক। আপনার বাড়ির সমস্ত অশান্তি দূর হবে। সুখসমৃদ্ধি যেন উপচে পড়বে পরিবারে।
বেল ফুল গাছ নিজের বাড়ির চৌহদ্দিতে লাগাতে ভুলবেন না। এই ফুলের গন্ধে মন ভাল হওয়ার পাশাপাশি অশান্তিও দূর করবে নিমেষে।
দেবী লক্ষ্মী ও গৌতম বুদ্ধের সঙ্গে সম্পর্কিত পদ্মফুল। এই ফুল গাছ বাড়ির উত্তর-পূর্ব অথবা উত্তর কিংবা পূর্ব দিকে লাগাতে ভুলবেন না।
বাস্তুশাস্ত্রবিদরা মনে করছেন, এই গাছগুলি লাগালে অশান্তি দূর হবে নিমেষেই। সংসারে ফিরবে সুখশান্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.