Advertisement
Advertisement

টবের দিন শেষ, নষ্ট হয়ে যাওয়া জিনসে তৈরি করুন বাগান

অভিনব এই পরিকল্পনা আপনার বাড়ির চেহারা বদলে দিতে বাধ্য৷

Now make your planters in a wear jeans
Published by: Sayani Sen
  • Posted:January 24, 2019 7:15 pm
  • Updated:January 24, 2019 7:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ অফিসের ব্যস্ততা৷ বাস-ট্রেনের ভিড় সামলাতে গিয়ে অনেক তরুণীরই রোজকার পোশাক মানে জিনস আর টপ৷ অথচ রোজ রোজ একই জিনস পরতে পরতে ক্লান্ত হওয়াই স্বাভাবিক৷ কিন্তু সাধের পুরনো জিনস ফেলে দিতেও পারছেন না, তাই তো? আবার ভাবছেন আলমারিতে জমিয়ে রাখা মানে জায়গা দখল ছাড়া আর কোনও কাজই নেই জিন্সগুলির৷ এতো ভাবনার দিন শেষ৷ পুরনো সাধের জিনসকে বরং অন্যরকমভাবে আজীবন রেখে দিন নিজের কাছে৷ টবের পরিবর্তে ওই জিনসেই লাগান গাছ৷ নিশ্চয়ই ভাবছেন জিনসের মধ্যে কীভাবে গাছ বসাবেন, তাই তো? জেনে নিন সেই পদ্ধতি৷

[শাস্ত্র মেনে ফ্ল্যাট হয়নি? তাহলে বস্তু সাজান বাস্তুমতে]

পুরনো একটি জিনস নিন৷ ওই জিনসটি প্রথমে উলটে নিন৷ জিনসের পিছনের পকেটের কাছে পর্যন্ত সেলাই করুন৷ ওই জায়গায় লাগান একটি কাপড় বা বাটি৷ বাটিটির নিচে একটি ছোট ছিদ্র থাকা প্রয়োজনীয়৷ এবার ওই এলাকার অর্ধেক পর্যন্ত মাটি দিন৷ সামান্য জলও দিতে পারেন আপনি৷ ওই মাটিতেই পুঁতে ফেলুন গাছের চারা৷ নিচের দিকে অবলম্বন হিসেবে ব্যবহার করুন লাঠি, বা রড জাতীয় কিছু। কিছুদিনের মধ্যেই দেখবেন মাটির টবের পরিবর্তে ব্যবহৃত পুরনো জিনসের ভিতর থেকে উঁকি দিচ্ছে গাছের চারা৷ সঠিক সময় গাছ বসালে এবং সামান্য পরিচর্যা করলে ফুলেরও দেখা মিলতে পারে৷

Advertisement

JEANS

[সংসারে শান্তি বজায় রাখতে চাইলে কখনই এগুলি ঘরে রাখবেন না]

বড় বাড়ির ভাবনা এখন অতীত৷ ছোট্ট এক বা দু’কামরারই ফ্ল্যাটেই বাস অধিকাংশের৷ ইচ্ছা থাকলেও আলাদা করে বাগান তৈরি করা সম্ভব হয় না৷ তাই বাধ্য হয়ে ব্যালকনিতে টবে করেই গাছ বসান অনেকে৷ কিন্তু ভাবুন তো টবের পরিবর্তে জিনসের মধ্যে গাছ বসালে আপনার ছোট্ট বাড়ির রূপ বদলে যেতে পারে এক নিমেষেই৷ শুধু ব্যালকনিই নয়৷ ঘরে জানালা থেকেও ঝুলিয়ে দিতে পারেন এই জিনস-সহ গাছ৷ গৃহসজ্জার এমন অভিনব পরিকল্পনার জোরে আপনি প্রশংসা পেতেও বাধ্য৷ তাই আর ভাবনাচিন্তা না করে তাড়াতাড়ি আলমারি থেকে টেনে বের করুন পুরনো জিনস আর তাতেই লাগান গাছের চারা৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement