Advertisement
Advertisement

Breaking News

winter wear

দুয়ারে শীত, সোয়েটার-কম্বল নামানোর আগে মাথায় রাখুন ৫ বিষয়

সোয়েটারের দুর্গন্ধ দূর করতে কখনই পারফিউম ব্যবহার করবেন না।

Know how to wash and take care for winter clothes | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 24, 2023 5:10 pm
  • Updated:November 24, 2023 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোরবেলা গায়ে চাদর দিতে হয়, ফ্যান ঘোরে ধীর গতিতে।  দুয়ারে শীত। ইতিমধ্যেই বহু বাড়িতে লেপ, কম্বল, সোয়েটার নামানোর তোড়জোড় শুরু। কিন্তু শীতের আগে গরম পোশাক বের করার আগে কয়েকটা কথা অবশ্য়ই মাথায় রাখুন।

১) প্রথমেই কম্বল, লেপ, সোয়েটার বের করে রোদ দিন। চেষ্টা করুন সারাদিন রোদে রাখতে। আলমারির ভিতরে থাকলে শীত পোশাকে যে দুগর্ন্ধ হয়, তা দূর করতে খুবই কাজ দেবে এই রোদ।
২) সোয়েটার, কম্বল কিংবা লেপ গায়ে দেওয়ার আগে ভালো করে ব্রাশ করে নিন। এক্ষেত্রে কোট ঝারার ব্রাশ ব্যবহার করতে পারেন। এতে গরম পোশাক ফ্রেশ দেখাবে।

Advertisement

Winter wear

[আরও পড়ুন: যৌন জীবন একঘেয়ে? নতুন ৪ কৌশলে আগুন জ্বালান ফিকে হওয়া আদরে]

৩) সোয়েটার কাচার সময় অবশ্যই উষ্ণজল ব্যবহার করুন। চেষ্টা করুন কড়া ডিটারজেন্ট ব্যবহার না করতে। না হলে গরম পোশাক নষ্ট হতে পারে।

৪) সপ্তাহে অন্তত এক থেকে দু’বার লেপের ঢাকা বদলে নিন। কম্বল যদি তুলোর তৈরি না হয়, সেক্ষেত্রে শ্যাম্পু গোলা জলে কম্বল কাচতে পারেন।

৫) সোয়েটারের দুর্গন্ধ দূর করতে কখনই পারফিউম ব্যবহার করবেন না। এতে উলের পোশাক নষ্ট হয়। বরং গরম পোশাক আলমারিতে রাখার সময় কয়েকটা গোলাপফুলের পাপড়ি শীতের পোশাকে ছড়িয়ে দিন। দেখবেন সোয়েটারে সুন্দর গন্ধ হবে।

[আরও পড়ুন: খাবেন নাকি সানি দেওলের প্রিয় ‘মেথি কা পরাঠা’? জেনে নিন স্পেশ্যাল রেসিপি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement