Advertisement
Advertisement

Breaking News

পোকামাকড়

বাড়িতে মশা-মাছির হানা? ঘরোয়া পদ্ধতিতে হোক মুশকিল আসান

পোকামাকড়ের উপদ্রব এড়াতে ঘরোয়া টোটকা অব্যর্থ৷

Know how to repel insects from home with simple ingredients
Published by: Sayani Sen
  • Posted:July 28, 2019 5:42 pm
  • Updated:July 28, 2019 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা মাসকয়েক আগেই রাজ্যে পা রেখেছে৷ আর বর্ষা মানেই স্যাঁতসেতে চতুর্দিক৷ সঙ্গে রয়েছে কীটপতঙ্গের হামলা৷ আরশোলা, পিঁপড়ে, মশা, মাছি, টিকটিকি, মাকড়সার উপদ্রবে এক্কেবারে ত্রাহি ত্রাহি রব৷ সাধের বাড়িতে অনাকাঙ্খিত অতিথিদের হামলা রুখতে বাজারচলতি নানা রাসায়নিকও ব্যবহার করছেন নিশ্চয়ই৷ কিন্তু মনের মতো ফল মিলছে কই? পরিবর্তে ক্রমশই আপনার বাড়ি দখল নিচ্ছে পোকামাকড়৷ তবে হতাশ হওয়ার প্রয়োজনীয়তা নেই৷ বরং রাসায়নিকের পরিবর্তে ঘরোয়া উপায়েই বাড়ি থেকে তাড়ান অনাকাঙ্খিত অতিথিদের৷ রইল সেই টিপস৷

[আরও পড়ুন: কীভাবে অন্দরসজ্জায় আনবেন ভোলবদল? জানুন দোলনার কেরামতি]

টি ট্রি অয়েল: আপনার বাড়ি কি বেশ পুরনো দিনের? তবে তাতে ছাড়পোকার আনাগোনা যে থাকবে, তা নতুন করে বলার কিছুই নেই৷ বর্ষায় ছাড়পোকার হানা রুখতে ব্যবহার করুন টি ট্রি অয়েল৷ এক বালতি জলে টি ট্রি অয়েল মেশান৷ এরপর ওই মিশ্রণ ছড়িয়ে দিন ঘরের আনাচকানাচে। পোকামাকড়ের উপদ্রব যে একেবারেই কমবে তা ১০০ শতাংশ নিশ্চিত৷

Advertisement

Tea tree oil

ল্যাভেন্ডার অয়েল: বর্ষায় পোকামাকড়ের আনাগোনা রুখতে ল্যাভেন্ডার অয়েলের জুড়ি মেলা ভার৷ বিশেষত মশা-মাছি রোধে এই তেল খুব উপকারী। শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর বোতলে এক কাপ জল ভরুন ও তার মধ্যে প্রায় তিন চামচ ল্যাভেন্ডার তেল মেশান। ভাল করে ঝাঁকিয়ে নিন৷ এরপর ওই মিশ্রণই ছড়িয়ে দিন ঘরের নানা কোণায়। দেখবেন, মুহূর্তের মধ্যেই আপনার সাধের বাড়িতে অনাকাঙ্খিত অতিথিদের আনাগোনা এক্কেবারে বন্ধ হয়ে গিয়েছে৷

[আরও পড়ুন: পুরনো খবরের কাগজ না বেচে ব্যবহার করুন এই কাজে]

Lavender-Oil

ইউক্যালিপটাস অয়েল: আপনার বাড়িতে ইঁদুর-সহ অন্যান্য কীটপতঙ্গের আনাগোনাও কি রয়েছে? তবে তাদের বাড়ি থেকে তাড়াতে ইউক্যালিপটাস তেল ব্যবহার করতে ভুলবেন না৷ ওই গাছের গা থেকে এক প্রকার ঝাঁজালো গন্ধ বেরোয় যা এই সমস্ত কীটপতঙ্গকে বাড়ি থেকে তাড়াতে কাজে দেয়৷ কিন্তু কীভাবে করবেন ব্যবহার? একটি শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর বোতলে এক কাপ জল নিন৷ তাতে এক চামচ লেমন অয়েল এবং দু’চামচ ইউক্যালিপটাস তেল মেশান৷ ভাল করে ঝাঁকিয়ে নিন৷ এবার ওই মিশ্রণটি বাড়ির চারপাশে, নর্দমায় স্প্রে করুন৷

[আরও পড়ুন: অপচয় বন্ধ করে বাড়িতেই সংরক্ষণ করুন বৃষ্টির জল, রইল টিপস]

Eucaliptus oil

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement