Advertisement
Advertisement

Breaking News

Indoor plants

ভ্যাপসা গরমেও ঘর থাকবে ঠান্ডা, এই পাঁচ গাছ দিয়ে সাজান অন্দরমহল

এসি-কুলারের বদলে ঘর ঠান্ডা করতে আর কোন উপায় অবলম্বন করতে পারেন?

Indoor plants at home to beat Summer heat

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:March 28, 2025 6:04 pm
  • Updated:March 28, 2025 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকালে, সূর্যের তীব্র তাপপ্রবাহে বাড়িঘর যখন হট চেম্বারে পরিণত হয়, তখন ঠান্ডার আমেজ পেতে মানুষ এয়ার কন্ডিশনার চালু করতে বাধ্য হয়। যদিও বর্তমানে মানুষ জানে যে এসি মেশিন এবং এয়ার কুলারের মতো যন্ত্রগুলি বিশ্ব উষ্ণায়নে কতটা প্রভাব ফেলে, তবুও গ্রীষ্মের প্রচণ্ড তাপের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা সকলেই অসহায় হয়ে পড়ি। এই ঋতুতে ঘরকে কিছুটা ঠান্ডা এবং সতেজ রাখতে পরিবেশবান্ধব সমাধানের দিকে ঝোঁকা যেতে পারে। সেটা কীরকম?

প্রাকৃতিক এয়ার কুলার, অর্থাৎ বাড়ির অন্দরে গাছপালা লাগিয়ে গ্রীষ্মের তাপকে কিছুটা পর্যুদস্ত করা যেতে পারে। সহজ ইংরাজিতে যাদের ইন্ডোর প্ল্যান্ট বলে এখানে তাদের কথাই বলা হচ্ছে। এই ইন্ডোর প্ল্যান্টস ঘরকে ঠান্ডা রাখতে অনেকাংশে সাহায্য করে।

Advertisement

নাসার আর্থ সায়েন্স স্টাডি অনুসারে, গাছপালা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। একইভাবে, ঘরের ভিতরের গাছপালাগুলিও একই প্রক্রিয়ায় ঘরকে সতেজ এবং শীতল রাখে। এখানে পাঁচটি ইন্ডোর প্ল্যান্টের তালিকা দেওয়া হল যা গ্রীষ্মের তাপকে পরাজিত করে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

অ্যালোভেরা

যদিও ত্বকের যত্নে এটি বেশি গুরুত্বপূর্ণ, তবুও অ্যালোভেরা গাছ বাতাস বিশুদ্ধ করার জন্য ঘরের ভিতর রাখা হয়। কারণ এটি ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ায়। অ্যালোভেরা গাছ ফর্মালডিহাইড এবং বেনজিনের মতো বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করতে সাহায্য করে, যা সাধারণত গৃহস্থালীর পণ্যগুলিতে পাওয়া যায়।

লাকি ব্যাম্বু

লাকি ব্যাম্বুকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, যা ঘরে সতেজতার অনুভূতি আনে। এই গাছটিকে খুব বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে না। এটি বাতাস থেকে কার্বন মনোক্সাইড, বেনজিন এবং ফর্মালডিহাইডের মতো বিষাক্ত পদার্থ শোষণ করে।

পীচ লিলি

এই গাছটি বাড়ির অভ্যন্তরে একটি নান্দনিক স্পর্শ যোগ করে।এর রংবাহারি সুন্দর ফুল ঘরের শোভা বাড়ায়। এছাড়াও, এটি বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, শ্বাসরোধ কমায় এবং গ্রীষ্মের মাসগুলিতে বাতাসে আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে।

স্পাইডার প্ল্যান্ট

স্পাইডার প্ল্যান্ট কার্বন মনোক্সাইড এবং ফর্মালডিহাইডের মতো দূষণকারী পদার্থগুলিকে ফিল্টার করতে সাহায্য করে। এটি অক্সিজেন নিঃসরণ বাড়ায় এবং এর লম্বা ক্যাসকেডিং পাতার মাধ্যমে বায়ু সঞ্চালন উন্নত করে।

অ্যারেকা পাম

অ্যারেকা পাম ঘরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি বাতাস থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে। এটি বাতাসের শুষ্কতা রোধ করে প্রাকৃতিক আর্দ্রতা প্রদানকারী হিসেবে কাজ করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement