Advertisement
Advertisement
Spa

বাড়ির বাথরুমকেই বানিয়ে ফেলুন স্পা উপযোগী! রইল টিপস

মানসিক চাপ দূর করতে স্পায়ের বিকল্প নেই।

Ideas to Transform Your Bathroom Into a Spa | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 25, 2022 8:13 pm
  • Updated:February 25, 2022 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার হাজার টাকা খরচ করে বিউটি পার্লারে গিয়ে স্পা করান! কিন্তু জানেন, খুব সহজেই বাড়ির বাথরুমকেই বানিয়ে ফেলুন স্পা উপযোগী। কীভাবে? রইল টিপস।

১) প্রথমেই বদলে ফেলুন বাথরুমের রং। রং হিসেবে বাছুন হালকা নীল কিংবা হালকা গোলাপি। নরম আলো ব্যবহার করুন। ইচ্ছে করলে, মোমাবাতির ব্যবহার করতে পারেন। আপনার বাড়ির বাথরুমে যদি জায়গা থাকে, তাহলে বাথটব ব্যবহার করতে পারেন। আজকাল নানা আকারের বাথটব পাওয়া যায়। পছন্দমতো বেছে নিতে পারেন বাথটবের আকার।

Advertisement

২) বাথরুমে ইন্ডোর প্ল্যান্ট রাখুন। ছোট ছোট টবে গাছ রাখলে, বাথরুমে একটা ফ্রেশ ফিল আসবে। রাখুন অ্যালোভেরা গাছ। একটি কাচের বাটিতে জল রেখে তারমধ্যে নানারকম ফুল ভাসিয়ে দিন।

৩) বাথরুমে তোয়ালে বাছুন হালকা রঙের। সাদা হলে সবচেয়ে ভাল। রাখুন, তিন রকমের তোয়ালে। ছোট, মাঝারি ও বড় মাপের।

[আরও পড়ুন: হঠাৎ করে ফ্রিজ বন্ধ! এই ৫ উপায়ে সবজি রাখুন তরতাজা ]

৪) বাথরুমে স্পা লুক দিতে অবশ্যই বদলে ফেলুন আয়না। এক্ষেত্রে বেছে নিন গোলাকার আয়না। দেখবেন বাথরুমের পুরো লুক বদলে যাবে।

৫) বাথরুমে এমন স্টোরেজ রাখুন, যাতে প্রচুর ক্যাবিনেট ও ড্রয়ার থাকে। ড্রয়ারগুলিতে মেকআপের জিনিসপত্র ও অন্যান্য অপরিহার্য জিনিস রাখতে পারেন।

স্পায়ের ক্ষেত্রে বেছে নিন ভেষজ জিনিসপত্র। তালিকায় রাখুন অ্যালোভেরা, হলুদ, নিম। বাথটবের উষ্ণজলে গোলাপ পাতা ছড়িয়ে দিন। এতে ফ্রেশ ফিল হবে। ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে পারে। বাজারে ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকারও পাওয়া যায়। সেরকম একটা কিনে নিতেই পারেন। স্নানের সময় হালকা গান চালিয়ে নিন। মন ভাল থাকবে। 

[আরও পড়ুন: বাড়ির দেওয়ালে নোনা ধরেছে? সারিয়ে ফেলার একগুচ্ছ উপায় রয়েছে হাতের কাছেই]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement