সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের সাজসজ্জা (Interior Decoration) নিয়ে সবসময়ে ভাবছেন? মাথায় নানা আইডিয়া আসছে? ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে ঘর সাজানোর ইচ্ছে থাকলেও পারছেন না? এই সব প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনার জন্য রয়েছে নতুন কিছুর সন্ধান। না, নতুন মোটেই না। পুরনো জিনিসকেই বাতিল না করে নতুনভাবে কাজে লাগানোর টিপস। যা দিয়ে অতি সহজেই আপনি তৈরি করতে পারেন অন্দরসজ্জার নয়া উপকরণ।
কথায় আছে, ‘জীবনের ধন কিছুই যায় না ফেলা’। জীবনের ধন তো বটেই, সংসারের ধনও কিছুই ফেলা যায় না। কলমের কালি শেষ হলেই কি ফেলে দেওয়ার অভ্যেস রয়েছে আপনার? তাহলে সেই অভ্যাস এবার বন্ধ করুন। জানেন কি কলমই (Pen)অন্দরসজ্জায় কতখানি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। রইল সেই টিপস –
এরপর একটু মোটা পিচবোর্ড গোল আকারে কেটে তাতে সুন্দর ছবি এঁকে কিংবা রং করে ধূসর ভাবটা ঢেকে দিন। তারপর পিচবোর্ডের একটা অংশ ছাদের দেওয়ালের সঙ্গে আটকে নিচের অংশে ওই পমপম লাগানো কলমগুলি নির্দিষ্ট প্যাটার্নে লাগিয়ে ফেলুন। ব্যস, সুন্দর ঝাড়লণ্ঠন কিংবা উইন্ডচাইম তৈরি। অতিথিরা এসে দেখলেই মুগ্ধ। আপনার হাতের কাজের প্রশংসা না করে থাকতেই পারবে না তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.