সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষার আর্দ্র আবহাওয়ায় শুধু কাঠের আসবাবপত্র কেন জামাকাপড় থেকে সবজিপাতি, আচারের বয়া সবকিছুরই দফারফা হয়। এক্ষেত্রে ‘ভিলেন’ অতিরিক্ত জলীয় বাষ্প। ভরা বর্ষার মরসুমে তাই অনেকেরই আসবাবের চিন্তায় কপালে ভাঁজ পড়ে। কীভাবে যত্ন নেবেন? সেটা জানা ভীষণ জরুরী। রইল টিপস।
১) প্রথমেই বলব, কোনওদিন ভেজা কাপড়ে আসবাবপত্র মুছবেন না। এতে ছত্রাক পড়তে পারে। কোনও জেদি দাগ তোলার জন্যও নয়। প্রয়োজনে নারকেল তেল ব্যবহার করুন। শুকনো কাপড় দিয়ে মুছুন।
২) বর্ষাকালে কাঠের আসবাবপত্রে ঘুণ ধরার প্রবণতা বাড়ে। তাই নিমপাতা, নিমের তেল, কর্পূর, রাবিং অ্যালকোহল বা স্পিরিট একসঙ্গে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রাখুন। ঘুণ ধরেছে দেখতে পেলেই স্প্রে করে দিন।
৩) কাঠের আসবাব ভালো রাখতে বছরে একবার বার্নিশ করতে পারেন। কিংবা চায়ের লিকারের প্রলেপও খুব কার্যকরী। কীভাবে করবেন? চিনি ছাড়া কড়া চায়ের লিকার তৈরি করুন। এবার তাতে সামান্য ভিনিগার মেশান। এবার সেটা দিয়ে ফার্নিচারের যে অংশে ছত্রাক ধরেছে, সেখানটা পরিষ্কার করুন।
৪) আর্দ্রতা শোষণের জন্য কর্পূর বা ন্যাপথলিন খুব উপকারী। বর্ষাকালে আসবাবের কোণে কর্পূরের থলে কিংবা ন্যাপথলিন রাখুন। এতে আর্দ্রতা শোষণের পাশাপাশি পোকামাকড়ও দূরে থাকে।
৫) মেঝে সবসময়ে শুকনো রাখুন। ভেজা মেঝে ঘরের পরিবেশকে আরও আর্দ্র করে। এতে কাঠের আসবাবপত্রের ক্ষতি হয়। তাই ঘর মুছলেই ফ্যান চালিয়ে শুকিয়ে নিন।
৬) রুম হিটার থাকলে দরজা বন্ধ রেখে কিছুক্ষণ চালিয়ে রাখতে পারেন। সেই ঘরে কিছুক্ষণ না-ই বা থাকলেন! এতে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর হওয়ার পাশাপাশি, আসবাবের ভেজা ভাবও দূর হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.