ছবি ফাইল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম পড়লেই বাড়ির আনাচে কানাচে বাড়ে টিকটিকির আনাগোনা। এই সরীসৃপ প্রাণীটিকে দেখলে অনেকেরই আবার প্রাণ ওষ্ঠাগত দশা হয়। এদের উপদ্রবে খাবারদাবার থেকে বাড়ির জিনিসপত্র, কিছুই আঢাকা রাখা যায় না। দেখতে নির্বিষ হলেও প্রাণীটি কিন্তু মোটেও নির্বিষ নয়। খাবারে টিকটিকি পড়া মানে তা বিষাক্ত হয়ে যাওয়া। গরম যত বাড়ে এদের উপদ্রবে ততই নাজেহাল দশা হয় গৃহস্থের। কিন্তু এদের হাত থেকে নিস্তার পাওয়ার কি কোনও উপায় নেই? আছে। রইল তারই হদিশ।
টিকটিকি মূলত খাবারের লোভেই গৃহস্থের ঘরে হানা দেয়। নিশ্চিন্ত আশ্রয়ের লোভে থেকে যায় বাড়ির আনাচে কানাচে, সরু ফাটলে কিংবা ঘুলঘুলির মধ্যে। বাড়ি অপরিষ্কার থাকলে এদের হানা আরও বেড়ে যায়। চারটি উপায়ে বাড়ি থেকে টিকটিকি দূর করতে পারেন।
ঘরোয়া উপায়
পেপার স্প্রে- পেপার স্প্রে ব্যবহার করে বাড়িকে টিকটিকি মুক্ত করতে পারেন। গোল মরিচ গুঁড়ো, লাল গুঁড়ো লঙ্কা, হট সস জলের সঙ্গে মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন পেপার স্প্রে। সেই স্প্রে ছিটিয়ে টিকটিকি তাড়ানোর ব্যবস্থা করতে পারেন ঘরোয়া উপায়ে।
ডিমের খোলা- টিকটিকি ডিমের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই ডিমের খোলাকে টিকটিকি তাড়ানোর হাতিয়ার করতে পারেন।
কফি ও তামাক- কফি ও তামাক জাতীয় পাউডারের মিশ্রণ টিকটিকি তাড়াতে সাহায্য করতে পারে।
রসুন- ঘরের চার কোণে কয়েকটি রসুনের টুকরো ছড়িয়ে রাখতে পারেন। রসুনের উগ্র গন্ধে বাড়ি থেকে দূর হবে টিকটিকি।
পুদিনা গাছ- পুদিনার উগ্র গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই বাড়িকে টিকটিকি মুক্ত করতে ঘরে রাখতে পারেন পুদিনা গাছ। এছাড়া পুদিনার স্প্রেও ব্যবহার করতে পারেন টিকটিকি তাড়ানোর জন্য।
বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে টিকটিকি দূর করতে পারেন। গরম বাড়লে এই সরীসৃপটির আক্রমণ বাড়ে। তাই গরমকালে বাড়ি ঘর যতটা সম্ভব ঠান্ডা রাখলে এই প্রাণীর উপদ্রবের হাত থেকে রেহাই মিলবে।
এছাড়া ন্যাপথলিনের মতো কেমিক্যালের ব্যবহার করেও টিকটিকির আক্রমণের হাত থেকে নিস্তার পেতে পারেন। ঘরের যেসব জায়গায় টিকটিকি বেশি হানা দেয় সেখানে ন্যাপথলিন বল ছড়িয়ে রাখতে পারেন। তবে এর পাশাপাশি যতটা সম্ভব খাবারদাবার ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। তবেই মিলবে টিকটিকির হাত থেকে মুক্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.