Advertisement
Advertisement
Home Decor tips

নতুন বছরে ভাগ্য বদল চান? পর্দার রং-ই বয়ে আনবে সৌভাগ্য

সংসারের অশান্তি দূর করতে কোন রঙের পর্দা ব্যবহার করবেন?

Home Decor tips: These colour curtains will bring positivity
Published by: Sandipta Bhanja
  • Posted:December 19, 2024 9:03 pm
  • Updated:December 19, 2024 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তু মেনে ঘর সাজালে, জীবনে বাধা আসে কম, একথা বাস্তুশাস্ত্রবিদরা বলেন। ঘরের ভিতরে থাকা নেগেটিভ এনার্জিকে, পজেটিভ বানাতে অন্দরসজ্জায় বদল আনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়ে পর্দার রং বদল খুবই কাজ দেয়। তাই বাস্তু মেনে পর্দার রং বাছাই করলে সৌভাগ্য বয়ে আসবে বাড়িতে। নতুন বছরে ভাগ্য বদলাতে চাইলে কোথায় কোন রঙের পর্দা ব্যবহার করবেন? জেনে নিন।

১) উত্তরমুখী ঘরে নীল রঙের পর্দা ব্যবহার করতে হবে। দক্ষিণমুখী ঘরের পর্দার রং হবে লাল। ইচ্ছে করলে হালকা হলুদ রংও বেছে নিতে পারেন।

Advertisement

২) ঘর যদি পুর্বমুখী হয়, তা হলে ঘরের দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন। এতে সুখ-সমৃদ্ধি আসবে সংসারে। পশ্চিমমুখী ঘর হলে পর্দার রং অবশ্যই যেন হয় দুধ সাদা।

৩) ড্রয়িং রুমে বাদামি, ক্রিম, এই ধরনের রং ব্যবহার করুন। রান্নাঘরে লাল, কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে।

curtains

৪) তবে বেডরুমের দেওয়ালের পর্দার রং সব সময়ে হালকা রাখা উচিত, এতে স্বামী-স্ত্রী সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। যেমন হালকা গোলাপি, নীল, সাদা- এ ধরনের রং ব্যবহার করতে হবে।

৫) বাস্তুমতে ঘরের দেওয়ালে দু’টি স্তরের পর্দা ব্যবহার করা খুব শুভ বলে মানা হয়। এতে ঘরের ভিতর একটা পজেটিভ ভাইভ আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement