Advertisement
Advertisement

Breaking News

Home Decor Tips

মন ভালো নেই? অবসাদ দূর করতে ঘর সাজান এই ৬ উপায়ে, রইল টিপস

মন ভালো রাখতে ঘর সাজান।

Home Decor Tips for better mental Health
Published by: Akash Misra
  • Posted:May 30, 2024 5:16 pm
  • Updated:May 30, 2024 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন খারাপ! কিছুই ভালো লাগে না! অফিস থেকে বাড়ি ফেরার পর মন যেন আরও ভারাক্রান্ত। ঘরের দিকের তাকালে আরও বেশি হতাশা। চারিদিক কেমন যেন একঘেয়ে। বিশেষজ্ঞরা বলছেন, অবসাদে ভুগলে, এই ধরনের মন কেমন হামেশাই হতে থাকে। এই অবস্থা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য ঘরকে গুছিয়ে রাখতে হবে। কীভাবে? রইল টিপস।

১) প্রথমেই বিছানার চাদর পালটে ফেলুন। সাদা রঙের পরিবর্তে বেছে নিন রঙিন চাদর। চাদের সঙ্গে মিলিয়ে বালিশের কভারও বদলে ফেলুন। চেষ্টা করুন, চাদর যেন একেবারে টান টান থাকে।

Advertisement

২) হাতের কাছে টুনি বাল্ব থাকলে, পর্দার পাশে ঝুলিয়ে দিন। দেখবেন আলো জ্বললে ঘরের মেজাজটাই বদলে যাবে।

Home-decor

[আরও পড়ুন: ছেলে মিশুকের গ্র্যাজুয়েশন, গর্বিত বাবা প্রসেনজিৎ, শেয়ার করলেন ভিডিও ]

৩) ফুলদানিতে রাখুন ফুল। বেছে নিন হলুদ বা লাল রঙের ফুলকে। মন ভালো হতে বাধ্য।
৪) বাজারে এখন খুব সুন্দর সুন্দর ফাইন্টেন পাওয়া যায়। ছোট আকারের একটি ফাউন্টেন কিনে কর্নার টেবিলে রাখুন। দেখবেন মন ভালো হয়ে যাবে চট করে।

৫) বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ডিজাইন আঁকা কোনও চাদর ব্যবহার করবেন না। বরং, কোনও প্রিন্ট ছাড়া চাদরকেই বেছে নিন। দেখবেন এতে মন শান্ত হবে এবং ঘুমও হবে ভালো।

৬) বিছানায় চাদর পেতে অল্প পারফিউম ছড়িয়ে দিন। দেখবেন ঘুম আসবে চট করে। তবে হালকা গন্ধের পারফিউমই ব্যবহার করুন।

৭) ড্রয়িং রুমে বাদামি, ক্রিম, এই ধরনের রং ব্যবহার করুন। রান্নাঘরে লাল, কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে। 

[আরও পড়ুন: করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় হার্ট অ্যাটাক? বিস্ফোরক শ্রেয়স তলপড়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement