Advertisement
Advertisement
Home Decor

উৎসবের দিনে শুভশক্তিকে আহ্বান করুন দুয়ার সাজিয়ে, রইল সহজ কিছু উপায়

সারা ঘরের মতো বাড়ির দুয়ারখানিও সাজিয়ে তুলুন।

Here is some decoration ideas of your home entrance in this Durga Puja
Published by: Suparna Majumder
  • Posted:October 11, 2024 4:56 pm
  • Updated:October 11, 2024 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় ঘর সাজানোর চল রয়েছে। সকলেই চান নিজের মতো করে  নিজের গেরস্থালি সাজাতে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা দুয়ার। সেটাই তো প্রবেশ পথ।  সারা ঘরের মতো বাড়ির দুয়ারখানিও সাজিয়ে তুলুন। এভাবেই শুভশক্তিকে আহ্বান করে অশুভের বিনাশ কামনায় ব্রতী হতে পারেন। সহজ কয়েকটি রয়েছে যাতে  বাড়ির সদর দরজাটিকে করে তুলুন সুন্দর। উপভোগ করুন উৎসবের আনন্দ। 

১) পুজোর এই সময় বাড়ির দরজা সাজাতে তোরণের (Torans) জুড়ি মেলা ভার। অনেকের বাড়ির দরজা তোরণ দিয়ে সাজানোর প্রথাও থাকে। আপনার বাড়িতে তা না থাকলেও সাজাতে পারেন।

Advertisement

২) আলোর উৎসবে আলোর রোশনাই তো থাকবেই। প্রদীপ, মোমবাতি কিংবা টুনি লাইট, যা দিয়েই বাড়ি সাজান না কেন। কিছুটা দরজার চারপাশেও লাগিয়ে দেবেন। চাইলে তার সামনে ফটোশুটও সেরে ফেলতে পারেন।

৩) ফুলের সুবাসে আপনার অন্দরমহলকে ভরিয়ে দিন উৎসবের মরশুমে। শুভ কাজে তো ফুলের কোনও বিকল্প নেই। চোখের আরামের পাশাপাশি ঘ্রাণেও মিশে যাবে ভাল লাগার আমেজ।

 

৪) অনেকের বাড়িতেই ছোট ছোট টবে গাছ থাকে। সেগুলোকে বচ্ছরকার এই দিনে দরজার সামনে রেখে দিন। দেখবেন চেনা দুয়ারও সুন্দর হয়ে উঠবে। নতুনত্বের আভাস মিলবে।

৫) উৎসবের আনন্দ আরও বেড়ে যাবে ঐতিহ্যের ছোঁয়ায়। দরজা সাজিয়ে তুলুন এমন কিছু ঐতিহ্যময় চিত্রের মাধ্যমে। চাইলে নিজেই আঁকতে পারেন, নইলে কাউকে দিয়ে আঁকিয়ে নিতে পারেন। সারা বছরই আপনার দরজার সৌন্দর্য বাড়িয়ে ঐতিহ্যের এই পরশ।

৬) অনেকের বাড়িতেই পুরনো সামগ্রী থাকে। ঘর সাজানোর জন্য যা ব্যবহার হয়। তবে বেশিরভাগ সময়ই ঘরের এক কোনে কিংবা আলমারি, দেরাজে পড়ে থাকে। এগুলো বের করে আগে ভালো করে পালিশ করে নিন। তা দিয়ে দরজা সাজিয়ে দেখুন তো একবার। নিজের মতো করে এভাবেই উৎসবের আনন্দে মেতে উঠুন সুস্থ থেকে, সুরক্ষিত থেকে।   

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement