Advertisement
Advertisement

Breaking News

Christmas Party

রেস্তরাঁ বা ক্লাব নয়, বাড়িতেই হোক ক্রিসমাস পার্টি, রইল ঘর সাজানোর টিপস

৪ নম্বর পয়েন্টটা অবশ্যই মাথায় রাখুন।

Here is how to plan your Christmas House Party| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 19, 2023 5:13 pm
  • Updated:December 19, 2023 5:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই ক্রিসমাসে বাইরে বের হওয়ার পরিবর্তে ঘরেই বন্ধু-বান্ধব সহযোগে পার্টি করতে ভালোবাসেন। এর জন্য কিন্তু স্পষ্ট একটা প্ল্যানিং থাকা দরকার। ঘর সাজানো থেকে শুরু করে খাবারের মেনু, সব ক্ষেত্রেই একটা প্রস্তুতি দরকার। কীভাবে করবেন প্ল্যানিং? রইল টিপস

১) প্রথমেই লিস্ট তৈরি করে নিন অতিথিদের। এই তালিকা তৈরি করার সময়ই জেনে নিন অতিথিদের কার কী পছন্দ।
২) খাবারের মেনু তৈরি করার সময় প্রথমেই যেটা মাথায় রাখুন সেটা হল, কটা আইটেম করবেন। ঝামেলা কমাতে অল্পস্বল্প আইটেমে নজর দিন। রাইস রাখুন। রাখুন রুটি। চিকেন বা মটন কিংবা টার্কি রাখতে পারেন। আর শেষপাতে রাখুন কাস্টার্ড বা কেক।

Advertisement

[আরও পড়ুন: নতুন যুগের সূচনা…, বারাণসীতে মোদির ভাষণে প্রথমবার ব্যবহার হল AI প্রযুক্তি]

৩) মদ্যপানের ব্যবস্থা করলে, ওয়াইনটাকেই প্রাধান্য দিন। চলতে পারে ভালো হুইসকিও। কিংবা অ্য়ালকোহল বর্জিত ফলের রসও রাখতে পারেন।
৪) ঘর সাজানোর জন্য় লাল ও সাদা রংকে প্রাধান্য দিন। ক্রিসমাস ট্রিকে সাজান হলুদ রঙের আলোয়। বাড়ির প্রবেশ দ্বারে বড় লাল রঙের মজা ঝুলিয়ে রাখুন। হালকা করে চলুক ইংরেজি গানের ইন্সট্রুমেন্টাল।

৫) ছোটখাটো উপহার কিনে নিন অতিথিদের জন্য। পার্টি সেজে তাঁদের হাতে সাজিয়ে দিন। দেখবেন পার্টি হবে জমজমাট।

[আরও পড়ুন: বড়দিনের আগেই দার্জিলিংয়ের চিড়িয়াখানায় নতুন অতিথি, কার আগমন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement