Advertisement
Advertisement

Breaking News

ঠাকুরঘরে এসব রেখেছেন? সর্বনাশ!

জানেন, কী কী জিনিস ঠাকুরঘরে রাখা যাবে না?

Here is a list of things that never keep in Puja Room
Published by: Sayani Sen
  • Posted:September 19, 2018 8:13 pm
  • Updated:September 19, 2018 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন জেনওয়াই৷ কিন্তু এখনও অধিকাংশ মা-ঠাকুমারা দিনের বেশিরভাগ সময় ঠাকুরঘরেই থাকেন৷ তাই অনেকের বাড়িতেই থাকে একটি আলাদা ঠাকুরঘর৷ পরিবারের কল্যাণের কথা চিন্তাভাবনা করেই ঈশ্বরকে স্মরণ করে থাকি আমরা৷ সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ঘরটি৷ কিন্তু জানেন কি, কোন কোন জিনিস আপনার ঠাকুরঘরে রাখা উচিত নয়?

[রাতকে করে তুলুন আরও রোম্যান্টিক, ঘর সাজান এভাবে]

জুতো: ঠাকুরঘরে জুতো নৈব নৈব চ! ভুলেও ঠাকুর ঘরে বা তার ধারেকাছে জুতো রাখবেন না৷ শোয়ার ঘরের কাছে জুতো রাখতেই পারেন৷ বাড়িতে সারাক্ষণ জুতো ব্যবহারের অভ্যাস থাকলে, তা ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগে সুবিধা হবে আপনার৷

Advertisement

চামড়ার ব্যাগ: সাধারণত কোনও পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি হয়৷ তাই হিন্দু ধর্মমতে, চামড়ার ব্যাগ ঠাকুর ঘরে রাখা অনুচিত৷ সাধারণত চামড়ার তৈরি ব্যাগ ও অন্যান্য সামগ্রী ঠাকুর ঘরে রাখেননা অনেকেই৷ আপনার বাড়ির ঠাকুরঘরেও যদি চামড়ার ব্যাগ থাকে, তবে তা সরিয়ে ফেলুন আজই৷

[কীভাবে যত্নে রাখবেন চিনামাটির বাসন? রইল টিপস]

বড় শিবলিঙ্গ: বহু ধরনের দেবদেবীতেই সাধারণত ভরতি থাকে আমাদের ঠাকুরঘর৷ পুণ্যের আশায় ঠাকুরঘরে শিবলিঙ্গ রেখে অনেকেই স্নানও করান৷ কিন্তু শিবলিঙ্গের মাপের ক্ষেত্রে সাবধান হোন৷ আপনার হাতের আঙুলের থেকে বড় মাপ যেন না হয় শিবলিঙ্গের৷

ভাঙা মূর্তি: ঠাকুরঘরে পাথরের বা মাটির মূর্তি রাখেন অনেকেই৷ অন্যমনস্কভাবে ব্যবহার করতে গিয়ে অনেক সময়ই তা ভেঙেও যেতে পারে৷ এই ঘটনা ঘটলেই অমঙ্গলের আশঙ্কাও করেন অনেকে৷ কিন্তু দুশ্চিন্তা করবেন না৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী, মূর্তি ভেঙে যাওয়ার চেয়ে, ভাঙা মূর্তি ঘরে থাকলে হতে পারে অমঙ্গল৷ তাই ঠাকুরঘরে ভাঙা মূর্তি ভুলেও রাখবেন না৷

[ঘরের গাছে কখন জল দেবেন, যত্নই বা নেবেন কীভাবে?]

বাসি ফুল: নিত্যপুজোয় ফুল আমরা ব্যবহার করেই থাকি৷ কিন্তু বাসি ফুল ঠাকুর ঘরে জমিয়ে রাখবেন না৷ আজকে যে ফুল ভগবানকে দিলেন, সেটি আগামিকাল ভোরেই ফেলে দিন৷ ঠাকুরঘরে ফুল জমিয়ে রাখলে কিন্তু মঙ্গলের পরিবর্তে অমঙ্গলের সম্ভাবনাই বেশি৷

মনীষীদের ছবি: অনেকেই ঠাকুর ঘরের দেওয়ালে মনীষীদের ছবি টাঙান৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঠাকুর ঘরে মনীষীদের ছবি রাখা অনুচিত৷ নিজের ও পরিবারের মঙ্গলে তাই আজই ওই ঘর থেকে সরিয়ে ফেলুন মনীষীদের ছবি৷ বরং ওই ছবিগুলি টাঙিয়ে রাখুন আপনার ড্রয়িংরুম বা আপনার পরিবারের খুদে সদস্যের পড়ার ঘরে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement