সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চায়ের কাপ শেষ হলেই টি-ব্যাগের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় অনেকের কাছে৷ সচরাচর একবার ব্যবহার করা টি-ব্যাগ ফেলেই দেওয়া হয়৷ কিন্তু জানেন কি, ব্যবহৃত টি-ব্যাগ কতরকম কাজে লাগতে পারে? ক্লান্তি দূর করতেও যেমন এর জুড়ি মেলা ভার, তেমনই ব্রণ সারাতেও পারে এটি৷ আবার গাছের সার হিসেবেও এই জিনিস অপরিহার্য৷
ক্লান্তি তাড়াতে
চায়ের পর্ব মিটলে টি-ব্যাগ ফেলে না দিয়ে গোটা দু’য়েক টি-ব্যাগ রেফ্রিজারেটরে তুলে রাখুন৷ অফিস থেকে ফিরে খুব ক্লান্ত লাগলে চোখের উপর ঠাণ্ডা টি-ব্যাগ দু’টো আলতো করে রাখুন৷ চোখের ক্লান্তি, ফোলাভাব এতে দূর হবে৷
কাটা-ছেঁড়ায় অ্যান্টিসেপটিক
দাড়ি কাটতে গিয়ে অনেকসময় গাল কেটে-ছড়ে যায়৷ এক্ষেত্রে কোনও কৃত্রিম অ্যান্টিসেপটিক ব্যবহার না করে ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগানো যেতে পারে৷ ফ্রিজে রাখা টি-ব্যাগ কেটে যাওয়া চামড়ার উপর চেপে ধরে রাখলে রক্ত পড়া বন্ধ হবে৷ জ্বালাভাবও কমবে৷ চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট এক্ষেত্রে অ্যান্টিসেপটিকের কাজ করে৷
ব্রণর সমস্যা মেটাতে
ব্রণর সমস্যায় জেরবার হতে হয় বয়ঃসন্ধিতে পা রাখা ছেলেমেয়েদের৷ নানা ধরনের ক্রিম থেকে শুরু করে ঘরোয়া হাজারো টোটকাতেও সমস্যার সমাধান মেলে না৷ ব্রণ তাড়াতেও টি-ব্যাগ খুব কাজে লাগতে পারে৷ তবে ত্বক ভাল করে পরিষ্কার করে তবেই ব্রণর উপর টি-ব্যাগ ঘষতে হবে৷ চায়ের উপাদানেই সারবে ব্রণ৷ এক্ষেত্রে গ্রিন টি-ব্যাগ হওয়াই শ্রেয়৷
দুর্গন্ধ তাড়াতে
টি-ব্যাগ যে কোনও রকম গন্ধ তাড়াতে পারে৷ রান্নাঘরের মাছ বা রসুনের কড়া গন্ধ তাড়াতে টি-ব্যাগ ব্যবহার করা যেতে পারে৷ এছাড়া রেফ্রিজারেটরের দুর্গন্ধ কাটাতেও ব্যবহার করা টি –ব্যাগ রাখলে কাজ হয়৷ অনেকে ঘরে সিগারেটের গন্ধ কাটাতে অ্যাশট্রেতেও টি-ব্যাগ রেখে দেন৷ দু’একফোঁটা পছন্দের সুগন্ধি টি-ব্যাগে দিলে চমৎকার রুম ফ্রেশনারের কাজ করে৷
বাসন ঝকঝকে করতে
টি-ব্যাগ দিয়ে বাসনকোসন বেশ ভালোভাবে পরিষ্কার করা যায়৷ বিশেষত সাবানে যাঁদের অ্যালার্জি আছে তারা হাতে সাবান না লাগিয়ে, টি-ব্যাগ দিয়েই কাজ চালাতে পারেন৷ কাচের গ্লাসের দাগ মুছে ফেলতেও এর জুড়ি মেলা ভার৷
বাগানের পরিচর্যায়
যাঁদের বাগানের শখ আছে, তাঁদের কাছে টি-ব্যাগ আদর্শ৷ গাছের সার হিসেবে মাটি তৈরিতে টি-ব্যাগ ব্যবহার করেন অনেকেই৷ বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণের হাত থেকেও গাছকে বাঁচায় এই টি-ব্যাগ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.