Advertisement
Advertisement
Here are some important facts of dream catcher

অশুভ শক্তির নজর কাটাতে বাড়িতে রাখুন ড্রিম ক্যাচার, কোনদিকে রাখলে মিলবে সুফল?

বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় ড্রিম ক্যাচার।

Here are some important facts of dream catcher । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 11, 2023 4:55 pm
  • Updated:February 11, 2023 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঠের ফ্রেমের মধ্যে পালক, পাথর, পুঁথি দিয়ে তৈরি জাল। এখন গৃহস্থ বাড়িতে নজর গেলেই দেখা যায়। যার দিকে নজর পড়লেই নাকি সঞ্চারিত হয় ইতিবাচক শক্তি। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে ড্রিম ক্যাচার নিয়ে। এটির জন্ম আদতে আমেরিকায়। বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় ড্রিম ক্যাচার।

Dream-Catcher

Advertisement

নিজের বাড়িকে কীভাবে কোনও অশুভ শক্তি থেকে দূরে রাখা যায়, তা নিয়ে গৃহস্থের ভাবনাচিন্তার সীমা নেই। অশুভ শক্তির কুপ্রভাব থেকে বাঁচতে অনেকেই এখন বাড়িতে ড্রিম ক্যাচার রাখেন। পালক, পাথর, পুঁথি দিয়ে তৈরি ড্রিম ক্যাচার যেমন কুনজর কাটাতে সাহায্য করে তেমনই আবার দুঃস্বপ্ন দূর করে। পাশাপাশি বাড়ির শোভাবর্ধনেও তার জুড়ি মেলা ভার।

Dream-Catcher

[আরও পড়ুন: রুপোর গয়না ও বাসনের দাগ দূর করতে চান? জেনে রাখুন উপায়]

তবে ফেংশুই মতে যেখানে সেখানে ড্রিম ক্যাচার রাখলে চলবে না। শুভ প্রভাব চাইলে বাড়ির কোথায় ড্রিম ক্যাচার রাখবেন, তা জেনে নিন।

Dream-Catcher

আপনি কী রোজ দুঃস্বপ্ন দেখেন? তবে শোওয়ার ঘরের জানলা কিংবা বিছানার কাছে ড্রিম ক্যাচার লাগাতে হবে।

Dream-Catcher

বসার ঘরের প্রধান দরজায় ড্রিম ক্যাচার লাগালে শুভশক্তির সঞ্চার হবে।

Dream-Catcher

আপনি গাড়ি চালানোর সময় অমনোযোগী হয়ে পড়েন? নিজেকে নিরাপদ রাখতে গাড়িতেও ড্রিম ক্যাচার লাগাতে পারেন।

Dream-Catcher

কর্মক্ষেত্রে উন্নতি হোক, তা চান সকলেই। আপনার অফিসেও লাগাতে পারেন ড্রিম ক্যাচার। তাতে ডেস্ক দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই ইতিবাচক শক্তিও আপনার মধ্যে প্রতিফলিত হবে।

Dream-Catcher

[আরও পড়ুন: পোশাকে নয়, গামছা প্রিন্টের অন্দরসজ্জায় ঘরে আনুন অভিনবত্ব, রইল টিপস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement