সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই দীপাবলি (Diwali 2023)। আসছে আলোর উৎসবে মেতে ওঠার দিন। কিন্তু শুধু পরিবার-পরিজন নিয়ে বাজি ফাটালেই তো চলবে না। উৎসবের দিনগুলিতে বাড়িকেও দিতে হবে নতুন চেহারা। তবে পকেটে হাত দিলে খরচের কথা ভেবে বাড়ি সাজানোর ইচ্ছা চলে যাচ্ছে, তাই তো? কিন্তু চিন্তা করবেন না। কারণ, কম খরচেও সাজিয়ে ফেলা যায় সাধের বাড়ি। রইল টিপস।
দীপাবলি বলে কথা। তাই বাড়ি তো আর অন্ধকার করে রাখলে হবে না। পরিবর্তে আপনার সুখী গৃহকোণ ভরিয়ে তুলুন আলোয়। পথে ঘাটে হেঁটে দেখুন কত বাহারি আলো বিকোচ্ছে। মোমবাতি, প্রদীপ, ছোট ছোট বৈদ্যুতিন আলো যা চাই তাই কিনে ফেলুন। ২০ থেকে ১২০ টাকা খরচ করলেই চলবে। দেখবেন ওই রাতে যেই আপনার বাড়িতে আসছেন, সেই পছন্দের তারিফ করবেন।
উৎসবের দিনে ফুল দিয়ে বাড়ি সাজালেও ভাল লাগবে। কিন্তু নিশ্চয়ই মনে মনে ভাবছেন কালীপুজোর দিন টাটকা ফুলের অনেক দাম। তাই এভাবে বাড়ি সাজাতে গেলে শুধু ইচ্ছাই নয়, পকেটে রেস্তো থাকাও প্রয়োজন। আরে বাবা টাটকা ফুলের ভাবনা ছাড়ুন। পরিবর্তে কাগজ কিংবা কাপড়ের ফুল দিয়ে মুড়ে ফেলুন গোটা বাড়ি। হ্যাঁ, টাটকা ফুলের মতো সুবাস হয় তো পাবেন না ঠিকই। তবে ওই নকল ফুলের দিকে তাকালেই দেখবেন মন ভাল হয়ে গিয়েছে।
উৎসবের দিনে বাড়ির সিঁড়িকে দিন অন্যরকম লুক। তার জন্য অবশ্য আপনাকে যেকোনও অনলাইন শপিং সাইটে নজর রাখতে হবে। দেখবেন সেখানেই নানা স্টিকার বিক্রি হচ্ছে। খুব সস্তায় সেগুলি কিনে ফেলুন। এরপর লাগিয়ে দিন সিঁড়িতে।
বাড়িতে অনেক কাচের চুড়ি পড়ে রয়েছে? ব্যস! তাহলে আপনার বাড়ি সাজানোর উপকরণ তৈরি। সুতো দিয়ে চুড়ি বেঁধে ঝুলিয়ে দিন ঘরের দরজায়। দেখবেন তাতেই দীপাবলিতে আপনার ঘর পাবে নয়া লুক।
চুড়ির পাশাপাশি বাড়ির প্রতিটি দরজায় টাঙিয়ে দিতে পারেন নানা মাপের ঘণ্টা। তাতেও দেখবেন উৎসবের দিনে আপনার বাড়ি হয়ে উঠেছে এক্কেবারে অন্যরকম।
বদলে ফেলুন ঘরের কুশন কভার। তবে মনে রাখবেন আলোর উৎসবের গৃহসজ্জায় যেন থাকে নানা রঙের ছোঁয়া। তাই দীপাবলিতে একটু উজ্জ্বল রঙের কুশন কভার ব্যবহার করাই ভাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.