Advertisement
Advertisement
Durga Puja Home Decor

পুজোর আগে ঘর পরিষ্কার করবেন তো? মাথায় রাখুন এই ৭ বিষয়

শেষ পয়েন্টটা অবশ্যই মাথায় রাখুন।

Durga Puja Home Decor: Try these Home Decor tips for upcoming puja
Published by: Akash Misra
  • Posted:September 11, 2024 7:35 pm
  • Updated:September 12, 2024 1:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো আসতে আর মাত্র ক’দিন বাকি। ইতিমধ্যেই অনেকে শুরু করে দিয়েছেন পুজোর শপিং। পুজো (Durga Puja) মানে কিন্তু শুধুই নিজের সাজগোজ নয়। গোটা বাড়িতে পুজোর রং লাগলেই, মনে হয় পুজো আসছে। সেই ছোট্টবেলা থেকে মা-ঠাকুমারা মহালয়ার আগে ঘর ঝাড়তে শুরু করতেন। সময় এগিয়েছে, এই হাইটেক যুগে হাতে সময়ের ঘাটতি। তা বলে কি আর ঘর পরিষ্কার করা হবে না? নো চিন্তা! ঘর ঝাড়াকে (Home Decor) সহজ করে ফেলুন। মেনে চলুন এই ৭ উপায়।

১) একদিনেই গোটা বাড়ির ময়লা পরিষ্কার করার চাপ নেবেন না। প্রত্যেকদিন একটি করে ঘর বেছে নিন। শুরু করুন ঘরের সিলিং থেকে। এ জন্য ব্যবহার করুন লম্বা ঝুল ঝাড়ু। মাথায় কাপড় ও মুখে মাস্ক পরে নিন এতে ধুলো নাকে-মুখে ঢুকবে না।

Advertisement

২) আসবাবপত্র পরিষ্কার করার জন্য পাতলা কাপড় ব্যবহার করুন। কাপড়টি ভিজেয়ে নিন। এতে আসবাবপত্রে লেগে থাকা ময়লা জলদি দূর হবে।

[আরও পড়ুন: কোন রঙের পোশাক পরলে মা দুর্গার আশীর্বাদ মেলে? ]

৩) ঘরের মেঝেতে কার্পেট থাকলে তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে ভাল করে পরিষ্কার করে নিন। দেখবেন দুর্গন্ধ দূর হয়েছে।

৪) পর্দা খুলে নিন। ভাল করে পেলমেট পরিষ্কার করে নিন। যদি পর্দা না খুলতে চান, তাহলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পর্দা পরিষ্কার করতে পারেন। ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে, বড় নরম ঝাঁটা দিয়ে ভাল করে পর্দা ঝেড়ে নিন।

৫) আয়না নিয়মিত পরিস্কারের জন্য গ্লাস ক্লিনার বা জলে সামান্য ডিটারজেন্ট দিয়েও পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে কাচ মুছে দিন। এতে দাগ হবেনা এবং আয়না ঝকঝকে দেখাবে।

৬) ইনডোর প্ল্য়ান্ট থাকলে, টবে জমে থাকা শুকনো পাতা, ফুল ফেলে দিন। গাছের পাতাকে ভেজা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। গাছ সতেজ থাকবে।

৭) ঘর ঝাড়ার সময় অনেকেই চেয়ার বা টুলের উপর দাঁড়িয়ে সিলিং বা সিলিং ফ্যান পরিষ্কার করেন। এতে বিপদ হতে পারে। তাই ছোট্ট সিঁড়ি কিনে নিতে পারেন। এতে আপনার পরিষ্কার করতে সুবিধা হবে এবং পড়ে যাওয়ার ভয়ও থাকবে না।

সবশেষে বলা ভাল রোজ যদি অল্প অল্প করে ঘর পরিষ্কার রাখেন, তাহলে দেখবেন একদিনে বেশি চাপ পড়বে না। তাই ঘর ঝাড়াটাকে প্ল্যান করে নিন। বাড়ির অন্য সদস্যদেরও বলুন আপনাকে সাহায্য করতে। এতে কাজ সহজ হয়ে যাবে।

[আরও পড়ুন: পুজোর আড্ডা জমুক স্ন্যাকসে, রইল মুখরোচক সব রেসিপি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement