Advertisement
Advertisement

Breaking News

Lifestyle News

বার বার কাজে বাধা? বালিশের নিচে এসব রাখছেন না তো!

৪ নম্বর পয়েন্টটা অবশ্য়ই পড়ুন।

Dont keep these things under your bed or pillow| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 5, 2023 5:20 pm
  • Updated:September 5, 2023 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তাই যাঁরা বাস্তুশাস্ত্রে যাঁরা বিশ্বাস করেন তাঁদের জন্য়ই এই লেখা। অনেক সময়ই দেখা যায়, সব কিছু ঠিক হয়েও শেষমেশ কাজে বাধা আসে। এর নেপথ্য়ে থাকতে পারে আপনার কিছু প্রতিদিনের অভ্যাস। যেমন, আমরা অনেকেই বালিশের নিচে নানারকম জিনিস রাখি। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা করেই বিপদ ডাকছেন সংসারে।

তা কী কী রাখবেন না বালিশের নিচে?

Advertisement

১) প্রথমেই বলব বালিশের নিচে বই রাখা একদম উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, বালিশের নিচে বই থাকলে মানসিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যা ঘুমের প্রচুর ব্যাঘাত ঘটাতে পারে। ফলে মানসিক অশান্তির সৃষ্টি হয়।

[আরও পড়ুন: খাবেন নাকি সানি দেওলের প্রিয় ‘মেথি কা পরাঠা’? জেনে নিন স্পেশ্যাল রেসিপি]

২) ছুরি, কাঁচি, সূচ বা কোনও ধারালো জিনিস বা অস্ত্র বালিশের নিচে রাখা ঠিক নয়। এ সব জিনিস মনকে বিব্রত করতে পারে বা অনেক সময় মনে হিংসার ভাব সৃষ্টি করতে পারে। তাই এগুলো বালিশের নিচে রাখা একদমই ভাল না।

৩) কোনও রকম যন্ত্রপাতি বা ভাঙাচোরা কোনও জিনিস অথবা ব্যায়াম করার জিনিস বিছানার নিচে না রাখাই ভাল। এর ফলে পরিবারের মানুষজনদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। তাই ভুলেও বালিশের নিচে এসব রাখবেন না।

Pillow

৪) বিছানার নিচে ঝাঁটা, ঝাড়ু রাখা খুব অশুভ বলে মানা করা হয়। ঝাঁটা বা ঝাড়ু বিছানার নিচে রাখলে জীবনে কোনও না কোনও ভাবে দারিদ্র নেমে আসে। তাই ঝাড়ু বিছানার থেকে দূরেই রাখুন।

[আরও পড়ুন: খাবেন নাকি সানি দেওলের প্রিয় ‘মেথি কা পরাঠা’? জেনে নিন স্পেশ্যাল রেসিপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement