Advertisement
Advertisement
ঘর সাজানো

ঘরেই বিশ্বকাপের মাঠ! এই মরশুমে ড্রইংরুম হয়ে উঠুক ক্রিকেটের মহারণ

ড্রইংরুমের পরিবেশ থেকে খাওয়াদাওয়া, সবেতেই থাকুক মাঠের ছোঁয়া৷

Decor your home with the mood of World Cup Cricket 2019
Published by: Sucheta Sengupta
  • Posted:June 16, 2019 9:25 pm
  • Updated:June 16, 2019 9:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জৈষ্ঠ্য শেষে বাংলা যতই পুড়ুক, সাত সমুদ্র তেরো নদীর পাড়ে কিন্তু তুমুল বৃষ্টি এবং তার মধ্যেও উৎসবের মেজাজ৷ ইংল্যান্ড মেতে বিশ্বকাপ ক্রিকেটে৷ কিন্তু আপনি যদি রানির দেশে না গিয়ে এই গরম, একঘেয়েমির মধ্যেই থাকেন তাহলে মন খরাপ করবেন না মোটেই৷ নিজের বাড়িকেই সাজিয়ে ফেলুন না নটিংহ্যাম, ট্রেন্টব্রিজ বা ওভালের মতোই৷ বাড়ির মধ্যেই বিশ্বকাপের রণক্ষেত্র ফুটে উঠবে৷

[আরও পড়ুন: পরিবারে সুখ ও সমৃদ্ধি চান? ঘর রাঙিয়ে ফেলুন বাস্তু মতে]

কাজ খুব সহজ৷ ধরুন, উইকএন্ডের সন্ধ্যায় একটা পার্টি দেবেন৷ ইনটেরিয়র সাজিয়ে নিন যে কোনও মাঠের আদলে৷ কীভাবে? পার্টির জায়গাটিকে পুরো ক্রিকেট মাঠের মতোই সাজালেন৷ সবুজ গালিচা, একদিকে আপনার প্রিয় ক্রিকেটারদের পোস্টার, আরেকদিকে ব্যাট, বল, উইকেটের ছোট সংস্করণ কিংবা প্রতীকী ছবি৷ বসার জায়গাটা সাজিয়ে ফেলুন মাঠের মতো৷ গালি, মিড অন, স্লিপ পয়েন্ট৷ তাহলে ঘিঞ্জিও হবে না৷ পার্টির জন্য প্রশস্ত জায়গাও থাকবে৷ দেওয়ালের একদিকে বড় এলইডি তো অবশ্যই রাখবেন৷ নাহলে যুদ্ধং দেহি ব্যাপারটা বাস্তবে অনুভব করবেন কীভাবে?

Advertisement

wc sticker

পার্টির থিমটাই যেখানে খেলা, সেখানে সমস্ত জিনিসের মধ্যেই তার ছোঁয়া থাকা আবশ্যক৷ ছোট ছোট বল এদিক-ওদিকে ছড়িয়েছিটিয়ে রাখতেই পারেন৷ থাকতে পারে বিভিন্ন রঙের জার্সি৷ যা একেবারে পারফেক্ট ড্রেসিং রুমের লুক দিতে পারে৷ আর খাওয়াদাওয়ায় তো ক্রিকেট যুদ্ধের আঁচ থাকা মাস্ট৷ পাফ কেকের টপিংসে থাকতেই পারে চকলেট রঙের ছোট ছোট ব্যাট বা বলের আকারে কুকিজ৷ আর সাধারণ করতে চাইলেও, সমস্যা নেই৷ শুধু সবুজ ক্রিমেই ভরিয়ে ফেলুন না৷ তাহলে মাঠের লুক আসবে৷ স্টেডিয়ামে যেমন খাবার পাওয়া যায়, সেইরকমই অর্থাৎ ছোট আকারে বার্গার, স্যান্ডউইচ বা চিপসের প্যাকেট দিন অতিথিদের৷ মুখ চলুক, সেইসঙ্গে মাঠের যুদ্ধের তাপ লাগুক আপনার ড্রইং রুমের মিনি স্টেডিয়ামে৷ রাখতে পারেন মাঠে দেওয়া এনার্জি ড্রিংকের বোতলভরা জুস বা শরবত৷

[আরও পড়ুন: বাড়িতে উইপোকার বাসা? জেনে নিন নিধনের ঘরোয়া উপায়]

এ’কটা টুকিটাকি জিনিস মাথায় রাখলেই আপনার আতিথেয়তা অন্য মাত্রা নেবে৷ অতিথিরা নিশ্চিতভাবেই চমকে যাবেন, সুখ্যাতিও করবেন৷

wc-ball

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement