সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রিতে পৌঁছেছে। অনুভূতি হচ্ছে ৪০-এর মতো। গরমে গায়ে ফোস্কা পড়ছে। বেলা গড়িয়ে রাস্তায় বেরলেই চিড়বিড়িয়ে পুড়ছে চামড়া। মন বলছে ছায়া চাই। নয়তো একটু এসির (Air Condition) হাওয়া। দ্রব্য মূল্যবৃদ্ধির মাঝে এসি’র বিক্রিবাটা কেমন? কী বলছেন ক্রেতা-বিক্রেতারা? বাজারের হাল হকিকত ঘুরে দেখল সংবাদ প্রতিদিন ডট ইন।
নামজাদা শোরুমে এখন ফাইভ স্টার এক টন এসির দাম ৩৫ হাজার টাকা থেকে শুরু। থ্রি স্টার হলে শুরু হচ্ছে ৩০ হাজার থেকে। বছরখানেক আগেও যা ছিল সাত থেকে আট হাজার টাকা করে কম। ক্রেতার সংখ্যা নিয়ে দ্বিধাবিভক্ত খোদ ব্যবসায়ীরাই। একাংশের দাবি, করোনাকালের আগের তুলনায় বিক্রি কমেছে বেশ খানিকটা। তবে প্রচণ্ড গরমে (Hot) এসি’র ক্রেতাদের ভিড় কোনও কোনও ব্যবসায়ীর মুখে হাসি ফুটিয়েছে। তাঁদের লক্ষ্মীলাভ হচ্ছে ভালই।
হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। পেট্রল, ডিজেলের দাম প্রতিদিন বদলাচ্ছে। বাজারে গিয়ে হাতে ছেঁকা গৃহস্থের। কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদে শুধুমাত্র পাখার হাওয়ার উপর ভরসা করে ঘরে টেকা দায়। তাই অগত্যা গুটি গুটি পায়ে এসি কিনতেই পা বাড়াচ্ছেন ক্রেতারা।
পকেটে চাপ পড়লেও, মধ্যবিত্ত ক্রেতাদের টানতে মরিয়া ব্যবসায়ীরা। বিভিন্ন শোরুমে দেওয়া হচ্ছে নানা আকর্ষণীয় অফার। তাই প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে এসি কেনার পরিকল্পনা করতেই পারেন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.