Advertisement
Advertisement
Home Decorating Tips

ফুলদানিতে রাখা ফুল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? এই ৬ উপায়ে রাখুন তরতাজা

উৎসবের মরশুমে অন্দরমহল সেজে উঠুক তরতাজা ফুলে।

6 easy way to keep flowers fresh | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 16, 2021 9:53 pm
  • Updated:October 16, 2021 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই ফুলদানিতে ফুল সাজিয়ে ঘর সাজান। এতে ঘরের শ্রীবৃদ্ধিও হয় এবং মনও ভাল থাকে। এই উৎসবের মরশুমে তো ফুলদানিতে রঙিন ফুল থাকলে, অন্দরমহলেও উৎসবের সাজে সেজে ওঠে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, ফুলদানিতে রাখা ফুল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বড়জোর থাকে একদিন বা দুদিন! তবে কিছু নিয়ম মেনে চললে কিন্তু এই সমস্য়ার সমাধান ঘটবে খুব সহজেই। (Home Decor Tips)

১) ফুলদানিতে গোলাপ ফুল রাখলে, কখনই ফুলের কান্ড খুব ছোট করে কাটবেন না। তবে নরম কান্ডের ফুল হলে সেগুলোকে ছোট করে কেটে নিন। দেখে নিন পুরো কান্ডটি যেন জলের তলায় ডুবে না থাকে।

Advertisement

২) ফুলের মধ্যে মাঝে মধ্য়েই একটু জল স্প্রে করে নিন। দেখবেন এতে ফুলগুলো ফ্রেশ থাকবে।

৩) ফুলের সঙ্গে যদি পাতা থাকে, তাহলে সেগুলো বাদ দিয়ে দিন।

[আরও পড়ুন: বিছানার গদি অল্প সময়েই অপরিচ্ছন্ন হয়ে পড়ছে? সহজ এই উপায়ে পরিষ্কার করে ফেলুন]

৪) ফুলদানির জলের মধ্য়ে অল্প পরিমাণ নুন ফেলে দিন। এতে বেশিদিন ফুল তরতাজা থাকবে।

৫) দু’দিন অন্তর ফুলাদনির জল বদলে দিন। তাহলে ফুল বেশিদিন তরতাজা থাকবে।

৬) ফুলদানি এমন জায়গায় রাখার চেষ্টা করুন। যেখানে সূর্যের আলো পৌঁছয়। দেখবেন এতে অন্তত এক সপ্তাহ ফুল ফ্রেশ থাকবে।


যা করবেন না—

ফুলদানির জলে কোনও ধরনের কেমিক্যাল দেবেন না। দোকান থেকে দেখে ফুল কিনুন। ফুলের কুড়ি কিনতে চেষ্টা করুন। একেবারে ফোটা ফুল ফুলদানিতে রাখলে এমনিতেই বেশি দিন তা তাজা থাকবে না।

 

[আরও পড়ুন: বিছানার গদি অল্প সময়েই অপরিচ্ছন্ন হয়ে পড়ছে? সহজ এই উপায়ে পরিষ্কার করে ফেলুন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement