সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসে কিছুতে বসের প্রিয় হয়ে উঠতে পারছেন না? চোখের উপর সহকর্মীরা প্রোমোশন পেয়ে উপরে উঠেই যাচ্ছে আর আপনি যেমনটি ছিলেন, তেমনটিই রয়েছেন? হাজার চেষ্টা করেও অফিসে ঠিকঠাক জায়গা করতে পারছেন না? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার এই টিপস অবশ্যই মেনে চলা দরকার। দেখে নিন বাস্তু বিশেষজ্ঞরা কী বলছেন–
১) ল্যাপটপে যখন কাজ করবেন, তখন অবশ্যই আপনার মুখ থাকুক দক্ষিণ দিকে। বাস্তু শাস্ত্রমতে, দক্ষিণ দিকই উন্নতির দিক। এই কারণেই, সব সময় দক্ষিণ দিকে বাড়ির প্রবেশদ্বার থাকা উচিত।
২) বাস্তুমতে বসার উপরও আপনার উন্নতি নির্ভর করে। সব সময় চেষ্টা করবেন, চেয়ারে সোজা হয়ে বসতে। পায়ের উপর পা তুলে কখনই বসবেন না । শুধু অফিসে নয়, ঘরে থেকে অফিসের কাজ করলেও এটা মেনে চলুন।
৩) আপনার ডেস্কে একটা গাছ রাখার চেষ্টা করুন। মানি প্ল্যান্ট রাখতে পারেন। ফুল ভর্তি ফুলদানিও রাখতে পারেন। তবে প্লাসটিকের ফুল বা গাছ ভুলেও রাখবেন না।
৪) ছোট্ট গণেশের একটি মূর্তি রাখুন আপনার কাজের ডেস্কে। গণেশের মুখ যেন থাকে দক্ষিণ দিকে।
৫) অফিসের ডেস্ক নিয়মিত পরিষ্কার রাখুন। দেখুন ইলেকট্রিক তার যেন অগোছালো হয়ে না থাকে। কাজ শুরুর আগে নিয়মিত আরাধ্য দেবতাকে প্রার্থনা করুন। দেখবেন ফল পাবেনই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.