Advertisement
Advertisement
Snacks

মুড়ি-মুরগির মিশেল! বৃষ্টিভেজা সন্ধেয় স্বাদ বদল করতে রইল কুড়মুড়ে এই পদ

উপকরণ সব হাতের কাছে থাকলে ঝটপট তৈরি হয়ে যাবে মুড়ি-মুরগির মিশেল।

Here is the recipe of special snacks you will enjoy on rainy evening for sure
Published by: Sucheta Sengupta
  • Posted:July 14, 2024 7:20 pm
  • Updated:July 14, 2024 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহভর অফিস-বাড়ি ছুটোছুটি, একেবারে ঘড়ির মিনিট-সেকেন্ডের কাঁটা ধরে সময় কাটানো। ছুটির দিনটা অবশ্য এসব থেকে আলাদা। অফ ডে মানেই শুয়ে-বসে অলসভাবে কাটানো। আর মাঝেমধ্যে টুকটাক মুখ চালানো। আবহাওয়া যদি বর্ষণমুখর হয়, তবে তো কথাই নেই। ড্রয়িংরুমে বসে বন্ধুবান্ধব আর একগাদা স্ন্যাকস (Snacks) নিয়ে জমাটি আড্ডা। আসুন, সন্ধের মুখরোচক হিসেবে এবার নতুন এক পদের সন্ধান দিই আপনাকে। মুড়ি-মুরগির (chicken) মিশেল! শোনেননি তো কখনও? কিন্তু একবার চেখে দেখলে বার বার খেতে ইচ্ছে করবেই। আর তা তৈরিও কঠিন কিছু নয়। তাহলে দেরি কেন? চটপট শিখে ফেলুন।

উপকরণ

Advertisement

মুরগির টুকরো – ২টি
সরফে তেল – আধ কাপ
আদাবাটা, রসুনবাটা, পেঁয়াজবাটা – ১ চা-চামচ করে
হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, গরম মশলার গুঁড়ো – ১ চা-চামচ
লবণ – স্বাদমতো
মুড়ি (Puffed rice) – ২০০ গ্রাম
মুড়ি মাখার মশলা তেল – আধ কাপ
সেদ্ধ ডিম – ১টি
ধনেপাতা, পুদিনাপাতা, পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা কুচি – ১ টেবিল চামচ
লেবুর রস – ১ চামচ

[আরও পড়ুন: আম্বানিদের পার্টিতে ‘আরও কাছাকাছি’ প্রাক্তন সলমন-ঐশ্বর্য! ভাইরাল ছবির নেপথ্যে গল্প কী?]

প্রণালী
যত দীর্ঘ উপকরণের তালিকা, তৈরি মোটেই তত নয়। বরং হাতের কাছে সব থাকলে একদম ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মুরগি-মুড়ি। মুরগির টুকরো সেদ্ধ করে নিতে হবে প্রথমে। তার পর মসলা তেল দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজা হলে মাংস তুলে হাড় থেকে মাংস ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে। এবার সেদ্ধ ডিম (Boiled egg) ছোট ছোট টুকরা করে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা কুচি, মুরগির তেল ও মশলা মিশিয়ে নিন। তার সঙ্গে ধনেপাতা কুচি, পুদিনাপাতা কুচি, লেবুর রস দিয়ে একসঙ্গে মেখে নিন। এবার গোটা মিশ্রণে মুড়ি ঢেলে ভালো করে মেখে নিলেই তৈরি মুড়ি-মুরগি। গরম চা বা কফির সঙ্গে পরিবেশন করলে অতিথিরা খেয়ে আপনার প্রশংসা না করে থাকতেই পারবেন না।

[আরও পড়ুন: ১ বলে ১৩ রান! জিম্বাবোয়ের বিরুদ্ধে নয়া বিশ্বরেকর্ড যশস্বীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement