সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন ধরে একই ফোন ব্যবহার করছেন? তাহলে বছরের শেষপ্রান্তে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। জানুয়ারির প্রথম দিন থেকেই বেশ কিছু ফোনে আর কাজ করবে না হোয়াটস অ্যাপ। একনজরে দেখে নিন সেই তালিকায় আপনার স্মার্টফোন আছে কি না।
কিছুদিনের ব্যবধানে সমস্ত স্মার্টফোনেরই আপডেট আসে। লক্ষ্য একটাই, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলা। এছাড়াও আপডেটে কিছু নতুন ফিচার যুক্ত করা হয়। একইভাবে আবার বাতিলও করা হয় কিছু ফিচার। সবমিলিয়ে অপারেটিং সিস্টেম (OS) আপডেটে পুরনো ফোন সেজে ওঠে নতুনের মতো করে। তবে ফোনের হার্ডওয়ারের উপর নির্ভর করে যে হ্যান্ডসেটটি কতগুলো আপডেট সাপোর্ট করবে। একইভাবে অ্যাপগুলোও বিভিন্নরকম আপডেট আনতে থাকে। স্বাভাবিকভাবেই একটা সময়ের আগেকার ফোনে অ্যাপগুলোর লেটেস্ট ভার্সন সাপোর্ট করে না। সেই কারণেই একটা সময়ের পর নির্দিষ্ট কিছু ওএস ভার্সনের ফোনে কাজ করে না কিছু অ্যাপ। সেভাবেই এবার কিছু ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ।
ঠিক কী জানা গিয়েছে? যে ফোনগুলোতে ওএস ভার্সন কিটক্যাট রয়েছে, তাঁদের ফোনে পয়লা জানুয়ারি থেকে চলবে না হোয়াটসঅ্যাপ। তালিকায় রয়েছে, স্য়ামসাং, এলজি, সোনি-সহ বেশ কিছু নামী ব্র্যান্ডের ফোন।
একনজরে দেখে নিন ফোনের তালিকা
স্যামসাং
Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini
মোটোরোলা
Moto G (1st Gen), Razr HD, Moto E 2014
HTC
One X, One X+, Desire 500, Desire 601
এলজি
Optimus G, Nexus 4, G2 Mini, L90
সোনি
Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.