Advertisement
Advertisement

Breaking News

Ghibli style image

জিবলিতে ছয়লাপ ফেসবুক, আপনি কিছুতেই বানাতে পারছেন না? এভাবে চেষ্টা করুন

এখনই চেষ্টা করে দেখুন।

Here is a prompt that should work to create Ghibli style images
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 31, 2025 4:42 pm
  • Updated:March 31, 2025 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় রীতিমতো জিবলি ঝড়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলেব, কেউ বাদ নেই। সকলেই নিজেদের নয়া অবতারের ছবি শেয়ার করছেন। সকলেই পছন্দমতো ছবি নিয়ে বানিয়ে ফেলছেন জিবলি স্টাইল ছবি। কিন্তু অনেকে আবার এই ছবি বানাতে গিয়ে বিপাকে পড়ছেন। কেউ শতচেষ্টার পরও একটিও ছবি বানাতে পারছেন না। কেউ আবার কোনওক্রমে একটি ছবি বানাতে পারলেও তারপর আর হচ্ছে না। আসুন জেনে নিন কেন এই সমস্যা। কীভাবে এর সমাধান মিলবে।

জানা যাচ্ছে, মূলত সঠিক প্রম্পট ব্যবহার না করার কারণেই অনেকে জিবলি ছবি তৈরি করতে পারছেন না। ChatGPT তৈরিই হয়েছে ইনপুট বুঝে কাজ করার জন্য। সেক্ষেত্রে যদি সঠিকভাবে নির্দেশ না দেওয়া হয় তাহলে সমস্যা। অনেকক্ষেত্রেই AI বুঝতে পারছে না, ব্যবহারকারী কী চাইছেন, সেই কারণেই মনের মতো ছবি উপহার দিতে পারছে না। তাই জিবলি ছবি বানানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে নির্দেশে যেন গণ্ডগোল না হয়।

Advertisement

আসুন দেখে নেওয়া যাক ঠিক কীভাবে জিবলি ছবি বানাবেন।

১. প্রথমে খুলুন ChatGPT।
২.+ চিহ্নে ক্লিক করে ছবি বেছে নিন।
৩. লিখুন, “Turn this into Ghibli style studio.”
৪. এবার সেন্ট অপশন সিলেক্ট করুন। তারপর অপেক্ষা করুন। ১ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে জিবলি ছবি।

যদি এভাবে তৈরি করতে না পারেন, রয়েছে অন্য অপশনও।

১. চলে যান Grok AI প্ল্যাটফর্মে। খুঁজুন “x.ai”। এবার বেছে নিন Try Grok অপশন।
২. এবার ছবি বেছে নিন।
৩. লিখুন, Turn this image into a Ghibli anime style.

ব্যাস কেল্লাফতে! এভাবেই চেষ্টা করে দেখুন। তৈরি হয়ে যাবে পছন্দের জিবলি ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub