Advertisement
Advertisement

পুজোর বাজার তো করছেন, ফ্যাশনে ইন কোন শাড়ি জানেন?

কোন কোন রংয়ের শাড়িই বা কিনবেন?

Here are some Khadi sarees you can consider adding to your wardrobe
Published by: Sayani Sen
  • Posted:October 4, 2018 8:48 pm
  • Updated:October 4, 2018 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারeবছর হাজারও কাজের চাপ৷ অফিস, মিটিং কতই না ব্যস্ততা৷ এর মাঝে আর সেভাবে শাড়ি পরা হয় না৷ কম সময়ে তৈরি হয়ে অফিস পৌঁছনোর জন্য জিন্স, টি-শার্ট, শার্টেই ভরসা রাখেন মহিলারা৷ কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য কুর্তিকেই বেছে নেন অনেকে৷ কিন্তু সামনেই দুর্গাপুজো৷ বছরের এই পাঁচটা দিন নেই অফিসের ব্যস্ততা৷ তাই এই সময়ে একেবারে বাঙালি হয়ে উঠতে চান সকলেই৷ তাই তো এই পাঁচদিনের জন্য শাড়িই বেশি পছন্দ করেন অনেকেই৷ কিন্তু শাড়ি তো পরবেন বলে ঠিক করেছেন, তবে যা তা তো আর পরলেই চলবে না৷ বরং কেনাকাটির আগে জেনে নিন চলতি বছর কোনটা ফ্যাশনে ইন আর কোনটা নয়৷

[ঘরোয়া পদ্ধতিতে কোঁকড়ানো চুল চান? জেনে নিন পদ্ধতি]

চলতি বছরের নতুন ট্রেন্ড খাদি শাড়ি৷ নরম, সুতির এই শাড়িই আপাতত জয় করেছে রমণী হৃদয়৷ পুজোর পাঁচটা দিন পরার জন্য খাদির কোনও বিকল্প হতেই পারে না৷ আর পুজোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি৷ তাই দেরি না করে ব্যাগ ভরতি করে কিনে ফেলতেই পারেন খাদি শাড়ি৷ বর্তমানে কালো, নীল এবং আকাশির কম্বিনেশনে তৈরি খাদি শাড়ি বাজার ছেয়েছে৷ উজ্জ্বল এই তিন রঙা শাড়ি আপনার আলমারিকে অন্য মাত্রা দিতে বাধ্য৷ দামও একেবারেই হাতের মুঠোয়৷ মাত্র ২৬০০টাকা খরচ করেই কিনতে পারেন এই শাড়ি৷  হলুদ ও কালো রংয়ের কম্বিনেশনে খাদি শাড়িও বিক্রি হচ্ছে দেদার৷ মাত্র হাজার টাকা খরচ করলেই আপনি পেয়ে যেতে পারেন এই শাড়ি৷ তাই দেরি না করে আজই বেড়িয়ে পড়ুন এই খাদি শাড়ির সন্ধানে৷

Advertisement

[এবার পুজো মাতাবে বাঁকুড়ার সোনামুখী সিল্ক]

সাদা শাড়ির কোনও তুলনা হয় না৷ যেকোনও অনুষ্ঠান, যেকোনও সময়ে আপনি এই রংয়ের শাড়ি পরতেই পারেন৷ তাই আপনার সংগ্রহে একটি সাদা খাদির শাড়ি থাকা বাধ্যতামূলক৷ সাদা রংয়ের সঙ্গে হলুদ পাড় ও পমপম লাগানো শাড়িরই বিক্রি বাড়ছে দিন দিন৷ পনেরোশো টাকা খরচ করেই আপনি সেজে উঠতে পারেন এই শাড়িতে৷ কালো, নীল ও ধূসর রংয়ের কম্বিনেশনে তৈরি খাদি শাড়িও এবার পুজোর ফ্যাশনে ইন৷ হাজার টাকা খরচ করে আপনিও কিনে ফেলতেই পারেন এই শাড়ি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement