সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে সুরক্ষাবিধি মেনে একাধিক সালোঁ-পার্লার খুলে গিয়েছে। কিন্তু তাতে যাওয়া কতটা নিরাপদ? এই প্রশ্নের খাতিরেই বাড়িতে রূপচর্চার পথই অনেকে বেছে নিচ্ছেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত্ন নিতে হচ্ছে। আর তা মোটেও সহজ কম্মটি নয়। বিশেষ করে যখন অবাঞ্ছিত লোম থেকে নিষ্কৃতি পাওয়া প্রসঙ্গ আসে। সালোঁ কিংবা পার্লারে যে কাজটি খুব সহজে অন্যের দ্বারা সম্পন্ন হয়, তা বাড়িতে করা বেশ কঠিন।
বাড়িতে দু’টি উপায়ে হাতে-পায়ের অবাঞ্ছিত লোম থেকে নিস্তার পাওয়া যেতে পারে। এক, রেজার ব্যবহার করা আর দুই, হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করা। রেজার ব্যবহার করলে খুব তাড়াতাড়ি হাত-পায়ের লোম ফিরে আসে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করার তাগিদ লক্ষ্য করা যায়। আপনিও কি এই পথের পথিক? তাহলে নিজের অজান্তেই নিজের ত্বকের ক্ষতি করছেন। কীভাবে?
তাই, চোখ-কান খোলা রেখে সিদ্ধান্ত নেবেন। আর নিজেকে সুরক্ষিত রাখবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.