Advertisement
Advertisement
Tomato flu detected in Kerala

Tomato Flu: করোনার পর দেশে চোখ রাঙাচ্ছে ‘টম্যাটো ফ্লু’, জেনে নিন ভয়ংকর রোগের উপসর্গ

কেরলে এখনও পর্যন্ত আক্রান্ত ৮০ জন শিশু।

Tomato flu detected in Kerala, here are some important facts about this disease । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 12, 2022 10:30 am
  • Updated:May 25, 2022 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার পর দেশে ফের নতুন রোগের হানা। ‘টম্যাটো ফ্লু’র (Tomato Flu) আতঙ্কে ত্রস্ত কেরল। এখনও পর্যন্ত সে রাজ্যের মোট ৮০ জন শিশু নয়া রোগে আক্রান্ত। সংক্রমিতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। রোগ মোকাবিলায় ইতিমধ্যেই মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। কী এই নয়া রোগ? উপসর্গই বা কী? চলুন তা জেনে নেওয়া যাক।

বিশেষজ্ঞদের মতে, ‘টম্যাটো ফ্লু’ একধরনের জ্বর। তবে এটি কোনও ভাইরাসজনিত জ্বর নাকি চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ – তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ‘টম্যাটো ফ্লু’তে মূলত আক্রান্ত হচ্ছে পাঁচ বছরেরও কমবয়সি শিশুরা। সেই সংখ্যাটি কেরলে বেড়ে দাঁড়িয়েছে ৮০। ইতিমধ্যে গোটা রাজ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। দু’জন মেডিক্যাল অফিসারকে তামিলনাড়ু-কেরল সীমান্ত যাতায়াতকারীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের শারীরিক পরীক্ষা নিরীক্ষায় ২৪ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: PUBG খেলতে খেলতে প্রেম-যৌনতা! বিবাহিত প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, নিস্তার পেতে আদালত যুবক] 

উপসর্গ

  • প্রচণ্ড জ্বর
  • গায়ে লাল রংয়ের ফোসকা দেখা যাবে। পায়ের তলায় জলভরা লাল ফোসকা বেরবে। সে কারণেই জ্বরটির নাম ‘টমেটো ফ্লু’।
  • ত্বকে জ্বালাভাব
  • ডিহাইড্রেশন
  • গাঁটে গাঁটে তীব্র যন্ত্রণা
  • ক্লান্তিভাব
  • পেটে মোচড় দেওয়া ব্যথা
  • বমি
  • পাতলা পায়খানা
  • হাত, কনুই, গলার ত্বকের রং পরিবর্তন
  • কাশি
  • সর্দি

উপরোক্ত উপসর্গগুলি দেখা দিলেই তৎক্ষণাৎ চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন। জলভরা ওই ফোসকা যাতে ফেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সকলের সংস্পর্শ থেকে রোগীকে যত দ্রুত সম্ভব একলা ঘরে পাঠাতে হবে। তার ব্যবহৃত জিনিসপত্র যাতে অন্য কেউ ব্যবহার না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।

[আরও পড়ুন: গভীর রাত থেকে বুকে ব্যথা, ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement