Advertisement
Advertisement
Sweating

হঠাৎ দরদর করে ঘামে অস্বস্তি হচ্ছে? বড় অসুখের লক্ষণ নয় তো!

সতর্ক করছেন শহরের বিশিষ্ট চিকিৎসক।

Sweating can be reason of a big health problems, know some important information | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 12, 2022 4:57 pm
  • Updated:July 12, 2022 4:57 pm

হঠাৎ দরদর করে ঘামছেন? অস্বস্তি হচ্ছে? বড় অসুখের পূর্বলক্ষণ নয় তো! এমন হলে সতর্ক হতে বললেন অ্যাপোলো মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশন্যাল কার্ডিওলজিস্ট ডা. বিকাশ মজুমদার। তাঁর কথা এই প্রতিবেদন লিখেছেন মৌমিতা চক্রবর্তী।

হঠাৎ করেই সকালে হাঁটতে গিয়ে মাথাটা ঘুরে যায় বছর ছাপ্পান্নর ব্যানার্জিবাবুর। তৎক্ষণাৎ ঢলে পড়েন বন্ধুর হাতটা ধরে। দ্রুত আরও কয়েকজন ছুটে আসেন। চোখেমুখে জল দেন, হাওয়া করেন। প্রথমিকভাবে ২-৪ মিনিট পর একটু সুস্থ অনুভব করেন অমল ব্যানার্জি। কিন্তু দরদর করে তখনও ঘাম হচ্ছিল তাঁর। বন্ধু স্মার্ট ওয়াচে প্রেশার মাপেন, দেখেন প্রেশার লো। ঘাম দেখে মনে হচ্ছিল, গরমে হাঁটছিলেন তাই হয়তো এমন হচ্ছে। প্রেশার কমে যাওয়ার জন্য মাথাটা হয়তো ঘুরে গিয়েছি। তবুও দেরি না করে একবার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ইসিজিতে এল হার্টে ব্লক। যদিও সময়ে চিকিৎসা শুরু করায় তিনি এখন ভাল আছেন। তবে ক’জনই বা এমন সচেতন আজকাল?

Advertisement

Sweating can be reason of a big health problems

আসলে গরমের ঘাম ভেবে অনেকেই সমস্যা হলেও চেপে যান। এতে করেই আকস্মিক দুঃসংবাদ শুনতে হয় আজকাল। আসলে বেশি ঘাম হওয়াটাই একটা মারাত্মক লক্ষণ। গরমকালে এটা স্বাভাবিক ব্যাপার ভেবে একেবারেই এড়িয়ে যাবেন না। এব্যাপারে উদাসীনতা কাজ করলেই বিপদ।

গরম ছাড়াও অন্য কারণে
হার্টের সমস্যা

ঘামের সঙ্গে বুক ধড়ফড়, বুকে ব্যথা, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া এবং বুকে চাপ অনুভব ও শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকলে সেটি হার্টের রোগের লক্ষণ। হার্টের সমস্যা থাকলে উপরিউক্ত লক্ষণসমূহ ও প্রচণ্ড ঘাম প্রাণঘাতী হতে পারে। আবার কখনও হঠাৎ করে হার্টের গতি কমে হার্টরেট নেমে গেলে বা হার্টের গতি অনেক বেড়ে গিয়ে প্রচণ্ড ঘাম দিতে শুরু করে। ঘামের সঙ্গে সাময়িকভাবে অজ্ঞান হলে তৎক্ষণাৎ সাবধান হওয়া দরকার।

ব্লাড সুগার ও থাইরয়েডের ওঠানামা
ডায়াবেটিস রোগীদের অতর্কিতভাবে ব্লাডসুগার কমে গেলে শরীরে অস্বস্তির সঙ্গে প্রচুর ঘামের সৃষ্টি হয়। থাইরয়েডের ভারসাম্যহীনতার কারণে বেশি ঘাম হতে পারে। হাইপার থাইরয়েডের জন্য মানুষের শরীরে থাইরয়েড হরমোনের ক্ষরণ বেশি হয়, ফলে রোগীর খিদে বেড়ে যায় কিন্তু তারপরও সে রোগা হতে শুরু করে, ওজন কমতে থাকে এবং প্রচণ্ড ঘামের প্রবণতা বেড়ে যায়।

[আরও পড়ুন: বনি-কৌশানি জুটির নতুন ছবি ‘ডাল বাটি চুরমা চচ্চড়ি’, কেন এমন নাম? জানালেন নায়ক]

সংক্রমণ ছড়ালে
সেপসিস অর্থাৎ আচমকা রক্তে কোনও প্রকার ইনফেকশন ছড়িয়ে পড়লে শরীরকে উত্তপ্ত করে দেয় ও ব্লাড প্রেশার নেমে যেতে পারে। তখন ঘামের পরিমাণ বাড়তে থাকে। আবার হার্ট অ্যাটাক করলে রোগী তখন কার্ডিওজেনিক শকে চলে যায় অর্থাৎ সিস্টোলিক প্রেশার খুব কমে গিয়ে ৯০ এর মধ্যে নেমে যায়, তখন হার্ট শরীরের চাহিদা অনুযায়ী পরিমিত রক্ত পাম্প করে শরীরকে প্রদান করতে পারে না এবং রোগীর দেহ ঠান্ডা হয়ে প্রচণ্ডমাত্রায় ঘাম বা শীতল ঘাম নির্গত হয়, যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

ব্রেন স্ট্রোক
আচমকা মাথার যন্ত্রণা, শরীরে প্যারালাইসিসের মতো অনুভূতি হলে প্রচুর ঘাম হয়। সেই পরিস্থিতি স্ট্রোকের কারণেও হতে পারে।

নিউরোলজিক্যাল সমস্যা
মাথায় টিউমার, খিচুঁনির মত যেকোন নিউরোলজিক্যাল সমস্যার অগ্রিম পর্যায়ে অতিরিক্ত ঘামের লক্ষণ অবশ্যম্ভাবী। শুধু সঠিক সময়ে তা বুঝতে পারলে গুরুতর শারীরিক ক্ষতির থেকে রেহাই পাওয়া সম্ভব।

টেনশন ও ভয়
শরীরে কোনও স্ট্রেস, টেনশন বা ভয়ের কারণ হলে অ্যান্ড্রিনালিন ও নন্-অ্যান্ড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে গিয়ে অটোনোমিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায় এবং ঘামের সৃষ্টি করে। যদিও এই ধরনের ঘাম খুব বিপজ্জনক হয় না।

Summer

কী করবেন?

  • মাত্রাতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণের নির্দিষ্ট কোনও ওষুধ থাকে না কিন্তু ঘাম হওয়ার পাশাপাশি শ্বাসকষ্ট, প্রচণ্ড বুকে ধড়ফড়ানি হলে উপেক্ষা না করে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
  • এমন ক্ষেত্রে পরীক্ষা করে কিছু মৌলিক কারণ খুঁজে বের করার চেষ্টা করা হয়। যেমন-রোগীর হার্টে ব্লকেজ আছে কিনা, ফুসফুসে জল জমা বা হার্ট অ্যাটাকের কোনও লক্ষণ আছে কিনা ইত্যাদি।
  • স্ট্রেস বা উদ্বেগের কারণে রোগীর সর্বদা বেশি ঘাম হলে স্ট্রেস ম্যানেজমেন্ট সিস্টেম বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং-এর দ্বারা সমস্যাটি প্রতিরোধ করা যায়।
  • হাইপার থাইরয়েড থাকলে চিকিৎসকের পরামর্শ মতো থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখলে অতিরিক্ত ঘামের অস্বস্তিকে নিয়ন্ত্রণ করা যায়।
  • ঘাম বেশি হলে শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়াম বাই- কার্বোনেট বেরিয়ে যায়, ফলে শরীর ডিহাইড্রেট হয়ে দুর্বল ও অস্থির অনুভূত হয়। তাই প্রচুর পরিমাণে জল, ফলের রস, সরবত খেয়ে শরীরকে হাইড্রেট রাখা খুবই জরুরি।
  • সাধারণভাবে মানুষের ঘামের পরিমাণ ও কারণ ব্যক্তিবিশেষে ভিন্ন হয়। কোনও মানুষ হাঁটলে, ব্যায়াম করলে, প্রচণ্ড গরমে কাজ করলে বেশি ঘাম হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু একই পরিবেশে দুটি মানুষের মধ্যে ঘামের পরিমাণ অসম্ভব কমবেশি হলে সেটি অবশ্যই চিন্তার বিষয়। অবহেলা করবেন না, সঠিক উপসর্গের বিষয়ে ওয়াকিবহাল হয়ে সময়ে চিকিৎসা করলে প্রাণসংশয় থেকে মুক্তি পাওয়া সম্ভব।

[আরও পড়ুন: মাঙ্কিপক্সের পর এবার নয়া ত্রাস মারবার্গ, প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের উপসর্গ কী?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement