পৌষালী কুণ্ডু: সোশাল মিডিয়া খুললেই শত শত স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও, টিপস চোখে পড়ে সকলের। ডাক্তারি বিদ্যা না থাকা সেই সব ডিজিটাল ক্রিয়েটরদের বিনা পয়সার পরামর্শ শুনে অনেকেই সে সব মানতেও থাকেন। বলাই বাহুল্য, তাতে ফল বেশিরভাগ সময়ই হয় নেতিবাচক। সম্প্রতি ব্রিটেনের জনপ্রিয় টিকটক ইউজার সুমা ফ্রেল একটি ভিডিও পোস্টে দাবি করেন, তিনি নিয়মিত প্রস্রাব আইড্রপের মতো ব্যবহার করে চোখের নানা সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।
তাঁর ক্ষীণ হতে থাকা দৃষ্টিশক্তি অনেকটা ভালো হয়েছে। মায়োপিয়া অসুখ থেকেও মুক্তি পেয়েছেন। সুমার এই ইউরিন থেরাপির ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। যদিও চক্ষু-বিশেষজ্ঞরা এই বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেছেন, এমন কখনওই হতে পারে না। কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজির বিশিষ্ট আই স্পেশালিস্ট ডা. অসীম ঘোষ বলেন, “অন্য কোনও অসুখের চিকিৎসায় ইউরিন থেরাপি কতটা কী করে জানি না। কিন্তু চোখের কোনও সমস্যাই ইউরিন থেরাপিতে সারানো যায় না। এই ধরনের হুজুগে পা দিলেই বিপদ।”
একইভাবে এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. হরিশঙ্কর নাগ। উল্লেখ্য, ব্রিটেনে ইউরিন থেরাপির সাহায্যে স্কিন ম্যাসেজ, মাড়ির চিকিৎসার প্রচলন আছে। স্বাস্থ্য ভালো রাখতে মূত্রপানেরও পরামর্শ দেন কয়েকজন বিকল্প চিকিৎসা ব্যবস্থার নিউরোপ্যাথ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.