Advertisement
Advertisement

Breaking News

জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু

লুকিয়ে ক্যানসারের বিষ! দেশজুড়ে নিষিদ্ধ ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি শ্যাম্পু

সংস্থার দাবি জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু শিশুদের জন্য নিরাপদ৷

NCPCR ordered states to stop sale of Johnson and Johnson's shampoo
Published by: Sayani Sen
  • Posted:April 28, 2019 1:21 pm
  • Updated:October 19, 2019 9:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির খুদে সদস্যের শ্যাম্পু, তেল, ক্রিম এক্কেবারে আলাদা৷ বড়দের কোনও কিছুর সঙ্গে তার সম্পর্ক নেই৷ কারণ সকলেরই ধারণা, বড়দের ব্যবহৃত প্রসাধনী সামগ্রীতে কিছু না কিছু রাসায়নিক ব্যবহার করা হয়৷ যা ছোটদের জন্য নিরাপদ নয়৷ তাই একরত্তির জন্য আলাদা সামগ্রী ব্যবহার করা হয়। ছোটদের সামগ্রীর একটা বড় অংশ সরবরাহ করে জনসন অ্যান্ড জনসন৷ কিন্তু এবার আঙুল উঠল ওই কোম্পানির দিকেই৷ যার জেরে আর ব্যবহার করা যাবে না ওই কোম্পানির তৈরি ছোটদের শ্যাম্পু৷ রাজ্যের মুখ্যসচিবদের এমনই নির্দেশ দিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট অর্থাৎ NCPCR৷

[ আরও পড়ুন: অস্ত্রোপচারেই ক্যানসার থেকে রেহাই, গোমূত্রের তত্ত্ব উড়িয়ে দাবি সাধ্বীর চিকিৎসকের]

দিনকয়েক আগেই জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পুর গুণমান নিয়ে প্রশ্ন ওঠে৷ কেউ কেউ দাবি করেন, ওই শ্যাম্পুতে ব্যবহার করা হয় রাসায়নিক৷ তাঁরা এ-ও দাবি করেন যে ওই শ্যাম্পু দীর্ঘদিন ব্যবহারের জেরে যেকোন মুহূর্তেই ক্যানসারে বাসা বাঁধতে পারে বাড়ির একরত্তির শরীরে৷ এই সন্দেহ আদতে সত্যি কিনা, তা নিয়ে ধোঁয়াশা কাটাতে আসরে নামে রাজস্থানের ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন৷ শ্যাম্পুর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়৷ কিন্তু পরীক্ষায় একেবারে ডাহা ফেল করে জনসন অ্যান্ড জনসনের বেবি শ্যাম্পু৷ তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্যাম্পুটি একেবারেই নিরাপদ নয়৷

Advertisement

রাজস্থানের পর্যবেক্ষক সংস্থার আরও দাবি, শ্যাম্পুর নমুনায় মিলেছে ফর্মালডিহাইড৷ ওই রাসায়নিকের জেরে হতে পারে শিশুদের ক্যানসারও৷ তাই আপাতত জনজন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু বিক্রি প্রতিটি রাজ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, অসম, অন্ধ্রপ্রদেশ এই পাঁচটি রাজ্যের সমঝোতায় এ বিষয়ে একটি শুনানিও হয়। তারপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরবর্তী বিজ্ঞপ্তি না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানায় ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট অর্থাৎ NCPCR৷

[ আরও পড়ুন: ঐতিহ্যকে সাক্ষী করে নতুন ২০ টাকার নোট চালু করছে আরবিআই]

এছাড়াও রাজস্থানের সংশ্লিষ্ট দপ্তরকে নমুনা পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট অর্থাৎ NCPCR৷ যদিও প্রস্তুতকারক সংস্থার দাবি জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু শিশু থেকে বয়স্ক সকলের জন্যই নিরাপদ৷ সমস্তরকম নিয়ম মেনেই তা তৈরি হয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement