Advertisement
Advertisement

Breaking News

Mental Health Awareness

মনখারাপের দিনে এই ৬ ভুল একদম করবেন না, অবসাদ ছেলেখেলা নয়, সতর্কবার্তা বিশেষজ্ঞর

কোন কোন অভ্যাসে প্রশ্রয় পায় হতাশা? জেনে রাখুন।

Mental Health Awareness: Things to avoid doing if you struggle with Depression | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 19, 2024 5:49 pm
  • Updated:February 19, 2024 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের গতি বেড়েছে৷ এতটাই যে তাল সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ৷ ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’। অতএব, লড়াইয়ের ময়দানে এগিয়ে যেতে হবে৷ আরও আগে, সবার আগে৷ কিন্তু মানুষের এই ইঁদুর দৌঁড়ে পিছিয়ে পড়ছে জীবন৷ বাঁচার আনন্দটুকুও হারিয়ে যাচ্ছে৷ মনকে গ্রাস করছে হতাশা। এই হতাশা যে কখন খাল কেটে মানসিক অবসাদকে (Depression) ডেকে আনে বোঝা কঠিন। মানসিক অবসাদের এই চক্রব্যূহে যদি আপনি আটকে গিয়ে থাকেন তাহলে কয়েকটি ভুল একদমই করবেন না।

Mental Health

Advertisement

সমস্যা যতই বিরক্তিকর বা বিড়ম্বনার হোক না কেন তা এড়িয়ে যাবেন না। এগুলো ছায়ার মতো হয়, যত দূরে যাবেন তত বড় হতে থাকবে। সামনে দাঁড়ালেই ভ্যানিশ! তাই সমস্যা নিয়ে কারও সঙ্গে কথা বলুন।

ভালো ঘুম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে ঘুমোনোর সময় মোবাইল দেখবেন না। এতে ঘুম ভালো হয় না। তার বদলে বই পড়ুন কিংবা মন শান্ত করার কোনও মিউজিক শুনুন। সকালে ঘুম থেকে ওঠার পর বেশিক্ষণ বিছানায় থাকবেন না। তাতে আকাশ-কুসুম চিন্তার প্রবনতা বাড়ে।

[আরও পড়ুন: ‘প্যান্ট পরোনি কেন?’, ফিনল্যান্ডের ছবি শেয়ার করতেই কটাক্ষের মুখে সোহিনী]

নিজেকে ঘরবন্দি করে ফেলবেন না। মন খারাপ হলে বাইরে বেরোন। যেখানে ইচ্ছে সেখানে যান। প্রয়োজনে কোনও পার্কে গিয়ে হাঁটতে পারেন কিংবা চায়ের দোকানে গিয়ে চা খেতে পারেন। কিছুক্ষণ পরে হালকা বোধ করবেন।

মন খারাপ করে এমন কোনও খবর, সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজ দেখবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বরং এমন কিছু করুন বা দেখুন যাতে মন ভালো হয়

depression

মানসিক অবসাদে অপরাধবোধ বেশি করে ঘিরে ধরে। এটা হতে দেবেন না। পৃথিবীর সমস্ত কিছুর দায় আপনার নয়। মনে রাখবেন, কেউ পারফেক্ট নয়।

সোশাল মিডিয়ায় রিল দেখে বা ভিডিও গেম খেলে সমস্যাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন না। তার চেয়ে বিশেষজ্ঞর কাছে গিয়ে মনের কথা খুলে বলুন। দেখবেন অনেকটা হালকা লাগবে।

Depression-2

[আরও পড়ুন: সব্যসাচীর শাড়িতে আলিয়া-দীপিকা, দারুণ ফ্যাশন টিপস রইল হবু কনেদের জন্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement