Advertisement
Advertisement

Breaking News

Apples

জানেন কি, আপেল থেকে কতটা বিষ ঢুকছে আপনার শরীরে ?

চকচকে, লাল আপেল মানেই সেটা তাজা নয়! আপনার স্বাস্থ্যের পক্ষেও ভাল নয়! বরং, ব্যাপারটা ঠিক তার উল্টো!

Love Apples? Think Twice Before Having One Next Time! (Watch Video)
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 3:22 pm
  • Updated:June 4, 2019 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ান অ্যাপল আ ডে/কিপস্ আ ডক্টর অ্যাওয়ে- এই প্রবাদটা ঠিক কী বলতে চায়?
রোজ একটা আপেল খাওয়ার কথা? না কি ডাক্তার দেখলেই তার চাঁদি টিপ করে আপেলটা ছুঁড়ে মারার কথা?
আপেল সম্পর্কে সত্যি কথাটা জানলে আপনার হয়তো দ্বিতীয়টাই করতে ইচ্ছে হবে। তফাতের মধ্যে ডাক্তারকে লক্ষ্য করে নয়, আস্তাকুঁড় লক্ষ্য করে!
এখনও সময় আছে, সাবধান হোন!
ভেবে দেখেছেন কখনও, বাজারে যে আপেলটা সব চেয়ে তাজা, তার মধ্যে আসলে কী থাকে?
বাস্তব বলছে, চকচকে, লাল আপেল মানেই সেটা তাজা নয়! আপনার স্বাস্থ্যের পক্ষেও ভাল নয়! বরং, ব্যাপারটা ঠিক তার উল্টো!
বাজারে যে আপেলগুলো তাজা বলে বিক্রি করা হয়, যেগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে, সেগুলোর সবকটাই মোম দিয়ে পালিশ করা থাকে।
হ্যাঁ, এটা ঠিক, ফল অনেক দিন সংরক্ষণ করার জন্য একটু মোম পালিশ করতেই হয়। কিন্তু, এ ক্ষেত্রে মোমের মাত্রা এতটাই বেশি থাকে যে আপনার স্বাস্থ্য তা হজম করতে পারবে না!
একটু গরম জল আপেলের উপর ফেলেই দেখুন না! দেখবেন, তার গায়ে লেগে থাকা মোমের প্রলেপ স্পষ্ট ফুটে উঠেছে।
মুশকিল হল, এবার যদি আপনি মোম পালিশ না করা আপেল কিনতে চান, তাহলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে!
তাহলে কি আপেল খাওয়া ছেড়ে দেওয়াই উচিত হবে?
তা কেন! আপনি বরং যেমন কুকুর, তেমন মুগুর পন্থা অবলম্বন করুন। হাতের কাছে তৈরি রাখুন বেকিং সোডা, একটু পাতিলেবুর রস, ঈষদুষ্ণ গরম জল আর একটা টুথব্রাশ।
তার পর?
প্রথমে আপেলের উপর বেকিং সোডা ছড়িয়ে দিন! তার পর পাতিলেবুর রস মেশানো ওই হালকা গরম জল আপেলের উপর ঢালুন! ভাল করে বেকিং সোডা আর গরম জল দিয়ে আপেলটা ধুয়ে নিন। তার পর টুথব্রাশটা দিয়ে হালকা একটু ঘষলেই আপেল চলে যাবে বিপদসীমার বাইরে!
নিচের ভিডিওয় একবার দেখে নিন না ব্যাপারটা!
পয়সা খরচ করে স্বাস্থ্যের সঙ্গে খামোখা সমঝোতা করবেন কেন?

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement