সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে মধু (Honey) অমৃতের সমান। আবার এই কথা যখন কেউ কঠিন স্বরে বলেন, তাঁকে শুনতে হয় – “ছোটবেলায় মুখে কেউ মধু দেয়নি?” কথিত আছে, প্রাচীনকালে গ্রিসের খেলোয়াড়রা মধু খেয়ে মাঠে নামতেন। কারণ মধুতে রয়েছে উচ্চমাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ রয়েছে। আর তাতে শরীরের পরিশ্রমের ক্ষমতা বাড়ত। এছাড়াও মধুর অনেক উপকারিতা রয়েছে, যা করোনার এই আবহে আপনার শরীরকে অনেক কিছু থেকে বাঁচিয়ে রাখতে পারে।
কথায় বলে, মধুরেণ সমাপয়েত। অর্থাৎ শেষটা যদি মিষ্টি মধু দিয়ে হয়, তাহলে বাঁচার আনন্দটা বোধহয় একটু বেশি উপভোগ্য হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.