রক্তনালীকে আক্রমণ করে। শরীরে তীব্র প্রদাহের সৃষ্টি করতে পারে। কী এই ভাস্কুলাইটিস রোগ? জানাচ্ছেন এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি, নিউটাউনের অ্যাকাডেমিক ডিরেক্টর ডা: অর্ঘ্য চট্টোপাধ্যায়।
ভাস্কুলাইটিস কী?
এমন এক অবস্থা যেখানে ইমিউন সিস্টেম রক্তনালীকে আক্রমণ করে এবং সেখানে প্রদাহের সৃষ্টি করে। এটি পরবর্তীতে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। শরীরের কোন অঙ্গ প্রভাবিত হয়েছে তার উপর নির্ভর করে জটিলতা বাড়তে থাকে।
ভাস্কুলাইটিসের প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কী কী?
ভাস্কুলাইটিসের লক্ষণ এবং উপসর্গগুলি নির্ভর করে তার ধরন, তীব্রতা এবং কোন অঙ্গ প্রভাবিত হয়েছে তার উপর ভিত্তি করে। এর গঠন এবং স্থিতিকালও ভিন্ন হয়। উপসর্গগুলি হল, জ্বর, ওজন কমে যাওয়া বা খিদে কমে যাওয়া, ক্লান্তি, সাধারণ ব্যথা এবং যন্ত্রণা, ত্বকের সমস্যা, আথ্রাইটিস বা গাঁটে ব্যথা, কাশির সঙ্গে রক্ত পড়া, মুখের বা নাকের ঘা, নিশ্বাস নিতে সমস্যা হওয়া, কানে ইনফেকশন, কানে শুনতে না পাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি এবং জ্বালা করা, চোখে ঝাপসা দেখা, পেশির দুর্বলতা, পেশির অসাড়তা।
এর প্রধান কারণগুলি কি কি?
ভাস্কুলাইটিসের সাধারণ কারণগুলি হল:
অটোইমিউন প্রতিক্রিয়া
সাম্প্রতিক বা দীর্ঘস্থায়ী ইনফেকশন
নির্দিষ্ট ওষুধ
রক্তের নির্দিষ্ট ক্যানসার (যেমন লিউকেমিয়া এবং লিম্ফোমা)। হেপাটাইটিস বি বা সি। এইচআইভি সংক্রমণ। জিনগত ত্রুটি। অ্যালার্জিক রিঅ্যাকশন।
এটি কীভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়? কয়েকটি শারীরিক পরীক্ষা এবং রক্ত পরীক্ষার মাধ্যমে।
১) অ্যান্টিনিউট্রোফিল সাইটোপ্লাস্মিক অ্যান্টিবডিস (এএনসিএ)
২) সি-রিঅ্যাক্টিভ প্রোটিন (সিআরপি)
৩) হিমোগ্লোবিন এবং হেমাটোক্রিট
৪) এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট (ইএসআর)
৫) ইউরিনালাইসিস
৬) চেস্ট এক্স-রে
৭) বায়োপসি
৮) ফুসফুসের কার্যকারিতার পরীক্ষা
৯) ইকো পরীক্ষা (ইলেকট্রোকার্ডিওগ্রাম) ইকোকার্ডিওগ্রাফি
১০) অ্যাবডোমিনাল বা তলপেটের আল্ট্রাসাউন্ড
১১) সিটি স্ক্যান
১২) এমআরআই
১৩) ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি
১৪) অ্যাঞ্জিওগ্রাফি
চিকিৎসা
ভাস্কুলাইটিসের চিকিৎসার প্রধান লক্ষ্য হল প্রদাহ কমানো, উপসর্গগুলি উপশম করা, জটিলতা প্রতিরোধ করা এবং অস্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাকে দমন করা। ভাস্কুলাইটিসের তীব্রতা এবং প্রকারের উপর নির্ভর করে, চিকিৎসার ধরন ঠিক করা হয়।
কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয় প্রদাহ কমাতে।
ইমিউনোসাপ্রেসিভ ওষুধ ইমিউন সিস্টেমকে সঠিক রাখতে
বায়োলজিক এজেন্ট নির্দিষ্ট ইমিউন পথকে লক্ষ্য করে।
রক্ত থেকে ক্ষতিকর অ্যান্টিবডি অপসারণের জন্য প্লাজমাফেরেসিস।
সহায়ক থেরাপি, যেমন ব্যথা ব্যবস্থাপনা এবং শারীরিক থেরাপি।
ভাস্কুলাইটিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ধরন, এই রোগের তীব্রতা এবং প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রাথমিক রোগ নির্ণয় এবং উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে, ভাস্কুলাইটিসে আক্রান্ত অনেক মানুষ দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে পারে। তবে, ভাস্কুলাইটিসের কিছু রূপ দীর্ঘস্থায়ী হতে পারে এবং এর চিকিৎসাও দীর্ঘদিন চলতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.