Advertisement
Advertisement
Snake Bite cure

কীভাবে চিনবেন বিষধর সাপ? কামড়ালেই বা কী করবেন? জেনে রাখুন

সাপে কামড়ালে কিছু জিনিষ তো এক্কেবারেই করা উচিত নয়।

Know about snakes and important tips to cure from snake bite | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 26, 2021 9:00 pm
  • Updated:January 20, 2022 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানভেলে নিজের ফার্মহাউসে ছিলেন। মধ্যরাতেই সাপের কামড়। হাসপাতালে ছুটতে হল খোদ সলমন খানকে (Salman Khan)। এ  যাত্রায় অল্পেতেই রক্ষা পেয়েছেন বলিউডের সুলতান। সাপটি বিষধর ছিল না। তাই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান সলমন। এখন তাঁর শারীরির অবস্থা স্থিতিশীল বলেই খবর। তবে রবিবার যা সলমন খানের সঙ্গে হয়েছে, তা যেকোনও দিন আপনার সঙ্গেও তো হতে পারে! তাই সাপ (Snake) নামক এই সরীসৃপ প্রাণীটি এবং তার বিষ সম্পর্কে জেনে রাখা খুবই প্রয়োজন। 

সাপ বিষধর না বিষহীন, তা বুঝবেন কেমন করে? 

Advertisement

বলা হয়, ভারতবর্ষের বেশিরভাগ সাপই বিষাক্ত নয়। তাই সময়মতো সাপের কামড়ের চিকিৎসা করলে অল্প সময়েই সুস্থ হওয়া সম্ভব। সাধারণত গোখরো, চন্দ্রবোড়া, শঙ্খচূড়ের মতো সাপ বিষাক্ত হয়। বিষহীনদের তালিকায় রয়েছে জলঢোড়া, দাঁড়াশ।

  • শোনা যায়, বিষাক্ত সাপের চোখের মণি একটু লম্বাটে হয় এবং বিষদাঁত গুলিও বেশ লম্বা হয়।
  • অন্যদিকে বিষহীন সাপের চোখের আকার গোল হয়। এদের দাঁত থাকলেও তাতে বিষগ্রন্থী থাকে না। 

 

সাপের বিষের অন্যতম উপাদান হল প্রোটিন ও এনজাইম। এই এনজাইম নাকি মানুষের ক্ষতি করে। লোহিত কণিকাকে ভেঙে ফেলে। যার ফলে রক্তচাপ ভীষণভাবে কমে যায়। পেশি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এছাড়াও নিউরোটক্সিন নামের পদার্থ থাকে যা অত্যন্ত বিষাক্ত বলেই জানা গিয়েছে। 

এমন বিষ শরীরে প্রবেশ করলে কী হবে?

  • সাপের বিষ শরীরে ঢুকলে শরীর আস্তে আস্তে অবশ হতে থাকবে। 
  • যেখানে সাপ কামড়েছে তা প্রবল জ্বালা করতে শুরু করবে। আর এই জ্বালা বাড়তে থাকবে। 
  • ক্ষতস্থান ক্রমাগত ফুলে উঠবে। আশেপাশের সমস্ত কিছু ঝাপসা দেখতে শুরু করবেন।
  • ঢোক গিলতে গেলে অসুবিধা হবে। মাথাঘোরা, বমি ভাব থাকবে। 

 

[আরও পড়ুন: বাংলায় আরও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা? সন্দেহভাজনের তালিকায় বিদেশফেরত ৪]

 বিষধর সাপ কামড়ালে কী করা উচিত?

  • সবার আগে সাপের কামড় খাওয়া মানুষকে আশ্বস্ত করবেন। সাপের কামড় মানেই মৃত্যু নয়, তা বোঝাতে হবে। 
  • ক্ষতস্থান খুব সাবধানে পরিষ্কার ভেজা কাপড় বা জীবাণুনাশক লোশন দিয়ে মুছে দেবেন।
  • শরীরের বাকি স্থানে যাতে বিষ ছড়াতে না পারে, তার জন্য ক্ষতস্থানের উপরের অংশ বেঁধে দিতে হবে। 
  • রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে। সম্ভব হলে কোন প্রজাতির সাপ কামড়েছে। তা জানার চেষ্টা করবেন।  

 

সাপের বিষ শরীরে প্রবেশ করলে কী কী করবেন না? 

  • ক্ষতস্থানটি বেশি নড়াচড়া করবেন না। এতে বিষ দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকে। 
  • ধারাল অস্ত্র দিয়ে কেটে ক্ষতস্থান থেকে রক্তপাত করানোর চেষ্টা করবেন না। 
  • চুষে বিষ বের করার চেষ্টাও কখনও করবেন না। 
  • অ্যাসিড জাতীয় কিছু জিনিস দিয়ে ক্ষতস্থান পোড়ানোর চেষ্টা করবেন না। 
  • ক্ষতস্থানে চুন বা গাছ-গাছড়ার রসও দেবেন না। 
  • জোর করে বমি করানোর চেষ্টা করানোও উচিত নয়।  

বিষধর হোক বা বিষহীন, সাপের কামড় খেলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। অযথা ভয় পাবেন না বা না জেনে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না।  

[আরও পড়ুন: ফতিমা সানা শেখের সঙ্গে তৃতীয় বিয়ে সেরে ফেললেন আমির! ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement