সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেদহীন, আকর্ষণীয় কোমর পেতে কোন মহিলা চান না? তন্বী থাকতে বহু চেষ্টা করেন তরুণী থেকে মধ্যবয়স্কা, সকলে। যার মধ্যে প্রথমেই থাকে সুন্দর মেদহীন কোমর। কিন্তু লকডাউনে (Lockdown) বাড়ি বসে অনেকেই বাড়িয়েছেন নিজের মধ্যপ্রদেশকে। আনলক পর্বে জিম সেন্টারে গিয়ে শরীরচর্চা কিংবা খাওয়াদাওয়ায় রাশ টানলেও ছোটখাটো বেশ কিছু ফ্যাক্টর থাকে, যা আপনাকে করে তুলতে পারে আকর্ষনীয় কোমরের অধিকারিনী। সেসব টিপস রইল আপনার জন্য –
শরীর সুন্দর রাখতে হলে প্রথমেই যেটা দরকার, তা হল পর্যাপ্ত ঘুম। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিয়মিত ব্যয়াম ও ক্যালোরিতে কাটছাঁট করার পাশাপাশি দরকার যথেষ্ট পরিমাণ ঘুম। তবে শুধু ঘুমোলেই হবে না, তার সঙ্গে মেনে চলতে হবে বেশ কয়েকটি ছোট ছোট নিয়ম। তবেই সামগ্রিকভাবে ফল পাবেন।
সবশেষে যেটা না করলেই নয়, তা হল বিছানায় গিয়ে নিজের প্রিয় ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, ট্যাব বন্ধ করে দিন। কারণ এই জিনিসগুলিই আপনাকে ভাল ঘুম থেকে দূরে রাখে। ফোনের ব্লু লাইট শরীর থেকে মেলাটনিন হরমোন নিঃসরণে বাধার সৃষ্টি করে। ব্যাঘাত ঘটে ঘুমের। তাই নিজের প্রতি যত্ন নিন। পুষ্টিকর খাওয়াদাওয়া, শরীর চর্চার পাশাপাশি নজর দিন নিজের ঘুমের দিকেও। ভালবাসুন নিজেকে। দেখবেন, সুস্থ শরীর আর মেদহীন কোমর দখলে থাকবে আপনারই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.