গৌতম ব্রহ্ম: প্রায় ৫৭ দিন বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের (Heatwave) মতো পরিস্থিতি খাস কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। দাবদাহে রাজ্যে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। এমন পরিস্থিতিতে বিভিন্ন জেলার জেলাশাসককে সতর্ক করল নবান্ন। মঙ্গলবার দুপুরে বিপর্যয় ব্যবস্থাপন এবং অসামরিক প্রতিরক্ষা প্রতিরক্ষা দপ্তরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। ২৮ তারিখ পর্যন্ত পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই বলছে হাওয়া অফিস। যার জেরে জেলায়-জেলায় কমছে জলস্তর। এমন পরিস্থিতিতে রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপন এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে রাজ্যের একাধিক জেলাকে সতর্ক করেছে মৌসম ভবন। তাদের জারি করা সতর্কতা প্রতিটি জেলায় পৌঁছে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।
তাপপ্রবাহ এড়াতে কী করবনে?
কী করবেন না?
হিটস্ট্রোকে অসুস্থ হলে কী করবেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.