Advertisement
Advertisement

Breaking News

Symptoms of stroke

যে কোনও বয়সে হতে পারে স্ট্রোক, কীভাবে বুঝবেন এর লক্ষণ?

আগে থাকতে সতর্ক হওয়া প্রয়োজন।

Here is how to identify the symptoms of stroke | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 26, 2022 4:36 pm
  • Updated:March 26, 2022 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার চেষ্টা করে চলেছে মানুষ। বাস্তবের এই ইঁদুর দৌড়ে শরীর খেয়াল আর রাখা হয় কই? সমস্যা জমতে জমতে কখন যে রোগের পাহাড় তৈরি হয়ে যায়, টেরই পাওয়া যায় না। ফল? স্ট্রোকের (Stroke) মতো বিপজ্জনক সমস্যা। যা এখন বয়সের তোয়াক্কাও করে না। ৬০ বছরের বৃদ্ধ বা বৃদ্ধারও হতে পারে আবার ২৫ বছরের যুবতী কিংবা যুবককেও কাবু করে দিতে হতে পারে।  

Stroke

Advertisement

মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা আঞ্চলিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়া— সাধারণত এই দুই অবস্থাকে স্ট্রোকের আওতায় ফেলা হয়। শুরুতেই যদি এই সমস্যার লক্ষণগুলি চিহ্নিত করা সম্ভব হয় চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়। কেমন এই লক্ষণ? 

১)  স্ট্রোকের প্রভাবে শরীরের একাংশ দুর্বল হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে অঙ্গ-প্রতঙ্গ অসাড় হতে থাকে।  

২) স্ট্রোক হলে তার প্রভাবে কথা জড়িয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে পায়ের জোর কমতে থাকে।

[আরও পড়ুন: করোনা আতঙ্কে চিনের ফাঁকা রেস্তরাঁয় তিনদিন ধরে আটকে যুগল, চলল উদ্দাম যৌনতা! ভিডিও ভাইরাল]

৩) ভারসাম্যের সমস্যা হতে পারে। এর প্রভাবে হাঁটা-চলায় সমস্যা হতে পারে। এই সময় পড়ে যাওয়ার ফল আরও খারাপ হতে পারে। 

৪) স্ট্রোকের প্রভাবে অসম্ভব মাথা যন্ত্রণা হতে পারে। 

৫) অনেক সময় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। সামনের সবকিছু যেন আবছা দেখতে লাগে।

Stroke 1

এমন লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসা শুরু করতে যেন দেরি না হয়! তাহলে মারাত্মক বিপদ হতে পারে। তাই আগে থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। সেই সঙ্গে শরীরের খেয়ালও রাখতে হবে। কারণ অনিয়মিত জীবনযাপন, বাড়তি ওজন ও রক্তচাপ স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর যেকোনও বয়সেই এই সমস্যা হতে পারে। 

(তথ্য সংগৃহীত)

[আরও পড়ুন: আর নেপাল বা চিনের পথে নয়, এবার ভারত থেকেই যাওয়া যাবে মানস সরোবরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement