সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন বছর ধরে করোনার প্রকোপে কার্যত বিব্রত আমজনতা। লকডাউন, কোয়ারেন্টাইনে যেন আতঙ্কিত প্রায় সকলে। করোনার আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রন স্ট্রেন বারবার নিজের চরিত্র বদল করে বিরাটাকার ধারণ করেছে। বর্তমানে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
জেনে নিন কী ওই করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7? ওমিক্রন BF.7 এর আসল নাম BA.5.2.1.7। সংক্ষেপে এটিকে BF.7 বলা হচ্ছে। এটি ওমিক্রন BA.5-এর একটি ভাগ।
সংক্রমণ ক্ষমতা
উপসর্গ
অতীতের সঙ্গে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গের বিশেষ কোনও ফারাক নেই।
সতর্কতা
এদিকে শুধু চিন নয়। জাপান, দক্ষিণ করিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতেও নতুন করে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। স্বাভাবিকভাবেই ফের সতর্ক হচ্ছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে ফের করোনা নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী লোকসভাতেও করোনা সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করেছেন। সংসদে সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়ে সামাজিক দূরত্ব বজায় ও স্যানিটাইজার ব্যবহার করার আরজিও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যটকদের ২ শতাংশকে বৃহস্পতিবার থেকে করোনা পরীক্ষা করে দেখার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। ক্রিসমাস ও নতুন বছরের শুরুর সময়ে অর্থাৎ উৎসবের সময়ে করোনা ছড়াতে পারে, এই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.