Advertisement
Advertisement

Breaking News

Omicron BF.7

Omicron BF.7: করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7-এর উপসর্গ কী? সংক্রমণ ক্ষমতাই বা কতটা? জেনে নিন বিস্তারিত

অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র।

Here are some important facts about Omicron BF.7 Variant । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 22, 2022 5:07 pm
  • Updated:December 22, 2022 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন বছর ধরে করোনার প্রকোপে কার্যত বিব্রত আমজনতা। লকডাউন, কোয়ারেন্টাইনে যেন আতঙ্কিত প্রায় সকলে। করোনার আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রন স্ট্রেন বারবার নিজের চরিত্র বদল করে বিরাটাকার ধারণ করেছে। বর্তমানে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জেনে নিন কী ওই করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7? ওমিক্রন BF.7 এর আসল নাম BA.5.2.1.7। সংক্ষেপে এটিকে BF.7 বলা হচ্ছে। এটি ওমিক্রন BA.5-এর একটি ভাগ।

Advertisement

সংক্রমণ ক্ষমতা

  • করোনার নয়া ভ্যারিয়েন্ট অতি সংক্রামক।
  • অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস।
  • আক্রান্ত একজন ব্যক্তি ১০ জনকে সংক্রমিত করতে পারেন।
  • যাঁরা টিকা নিয়েছেন সংক্রমিত হতে পারেন তাঁরাও।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের কম তাঁদের সংক্রমণ ভয়ংকর রূপ নিতে পারে।

উপসর্গ
অতীতের সঙ্গে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গের বিশেষ কোনও ফারাক নেই।

  • জ্বর
  • সর্দি
  • কাশি
  • গলায় জ্বালাভাব
  • শ্বাসনালিতে সংক্রমণ 

[আরও পড়ুন: ক্যানসার ছাড়াও মহিলাদের নানা ধরনের স্তনের সমস্যা হতে পারে, সতর্কবার্তা চিকিৎসকের]

সতর্কতা

  • জনবহুল জায়গায় যাতায়াতের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে।
  • ব্যবহার করতে হবে স্যানিটাইজার।
  • যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ।
  • সামান্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।
  • প্রয়োজনে পরীক্ষা করান।
  • রিপোর্ট না আসা পর্যন্ত উপসর্গযুক্ত ব্যক্তিদের নিভৃতবাসে থাকতে হবে।

এদিকে শুধু চিন নয়। জাপান, দক্ষিণ করিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতেও নতুন করে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। স্বাভাবিকভাবেই ফের সতর্ক হচ্ছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে ফের করোনা নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী লোকসভাতেও করোনা সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করেছেন। সংসদে সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়ে সামাজিক দূরত্ব বজায় ও স্যানিটাইজার ব্যবহার করার আরজিও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যটকদের ২ শতাংশকে বৃহস্পতিবার থেকে করোনা পরীক্ষা করে দেখার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। ক্রিসমাস ও নতুন বছরের শুরুর সময়ে অর্থাৎ উৎসবের সময়ে করোনা ছড়াতে পারে, এই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

[আরও পড়ুন: অনিদ্রা থেকে শীঘ্রপতন, বহু রোগের ওষুধ গাঁজার উপর বিধিনিষেধ শিথিলের দাবি চিকিৎসকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement