ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলকের (Unlock) বেশ কয়েকটা পর্যায় কেটে গেলেও পিছু ছাড়েনি করোনাতঙ্ক। এখনও পান থেকে চুন খসলেই সংক্রমণের ভয়। আর এই পরিস্থিতিতে সবচেয়ে কঠিন কাজ নিঃসন্দেহে হাসপাতালে যাওয়া। আপনার আশপাশে কে করোনা আক্রান্ত বোঝার উপায় নেই। অথচ ডায়ালিসিস হোক কিংবা সন্তান প্রসব অথবা চোট-আঘাতের চিকিৎসা-সহ নানা কারণেই হাসপাতালে যাওয়ার প্রয়োজন হচ্ছে। এমন অবস্থায় কী করবেন? অতিমারীতে স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, নার্সিংহোমে গেলে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। চলুন এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত জেনে নেওয়া যাক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.