ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য গা-গরম, একটু কাশি হলেই চেপে বসছে করোনা ভয়। আতঙ্ক ঘুম উড়ছে পাড়া-পড়শিদেরও। কিন্তু গা গরম বা সর্দি-কাশি হলেই তা করোনা নয়। বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কী করে বুঝবেন আপনি করোনা আক্রান্ত কিনা? কোন উপসর্গ দেখে করোনা পরীক্ষা করাবেন? এ নিয়ে মেডিক্যাল জার্নালে বিশেষ গাইডলাইনস দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
ফ্রন্টনিয়ার্সের ‘পাবলিক হেলথ’ মেডিক্যাল জার্নালে গবেষকরা বলেছেন, জ্বর বা সর্দি-কাশি মানেই ভাইরাসের সংক্রমণ নাও হতে পারে। মামুলি ভাইরাল জ্বর কিংবা ঠান্ডা লেগেও জ্বর আসতে পারে। বরং কয়েকটি উপসর্গ পরপর দেখা গেলে, তবেই করোনা পরীক্ষা করানো যেতে পারে। কী কী সেই উপসর্গ? বিজ্ঞানীরা জানাচ্ছেন,
চিকিৎসরা জানাচ্ছেন, এইগুলো প্রাথমিক উপসর্গ। এই উপসর্গগুলো যদি টানা চলতে থাকে তাহলেই কোভিড টেস্ট করাতে হবে। সঠিক সময় চিকিৎসা না শুরু হলে এক সপ্তাহের মধ্যেই তীব্র শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সেই সঙ্গে বুকে ব্যথা। ঠোঁট ও জিভে নীলচে ছোপ পড়তে পারে। অনেকেরই মুখের স্বাদ ও নাকের গন্ধ নেওয়ার ক্ষমতা চলে যায়। সেদিকেও খেয়াল রাখতে হবে।
সাদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী পিটার কুন জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে অনেকেরই হাতের কনুই, আঙুল বা পায়ের আঙুল, গোড়ালিতে লালচে-বেগুনি র্যাশ হতে দেখা যায়। কখনও সেটা দগদগে ঘা হয়ে যায়। আবার কারোর কারোর এক সপ্তাহের মধ্যে সেই র্যাশ মিলিয়েও যায়। তাই এমন উপসর্গ দেখা গেলে সতর্ক হতে হবে। সংক্রমণ মারাত্মক আকার নিলে অনেক রোগীরই চিন্তাভাবনা গুলিয়ে যাওয়া, ভুল বকা বা ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তীব্র মানসিক অবসাদ এমনকি ইনসোমেনিয়ারও দেখা দিতে পারে। তবে জ্বার মানেই করোনা নয়। তাই জ্বর হলে বাকি উপসর্গগুলির দিকেও নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.