সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) নয়া প্রজাতিরও হদিশ মিলেছে কলকাতা-সহ ভারতের বিভিন্ন প্রান্তে। এখনও সাধারণ মানুষের হাতের কাছে নেই ভ্যাকসিন। তাই করোনা রোখার প্রাথমিক হাতিয়ার মাস্ক। কারও দাবি মাস্কের ফলে ত্বকে নানা সমস্যা দেখা দিচ্ছে। কারও কারও দাঁত এমনকী শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। তবে এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নয়া সমস্যা। চিকিৎসকদের অনেকেই বলছেন, সঠিক মাস্ক ব্যবহার না করলে হতে পারে চোখের সমস্যাও।
চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কী বলছেন চিকিৎসকরা? তাঁদের দাবি, অনেক সময় মাস্কের ঊর্ধ্বাংশে বায়ুবাহিত নানা ধূলিকণা লাগছে। যার উপর হাত দিলে তা চোখে (Eye) যাচ্ছে। ফলে শুষ্ক হয়ে যাচ্ছে চোখ। অনেক সময় চোখ জ্বালা করার সমস্যাও তৈরি হচ্ছে। এছাড়াও কারও কারও চোখ চুলকাচ্ছে। চোখ লাল হয়ে যাওয়ার উপসর্গও দেখা দিতে পারে। মাস্ক পরার পর এই ধরনের সমস্যা দেখা দিলে অ্যালার্জি ভেবে সময় নষ্ট না করারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাস্ক পরলে শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে চশমা সাদা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। ওই অবস্থায় দীর্ঘক্ষণ কষ্ট করে মাস্ক পরে থাকলে চোখের নানা সমস্যা দেখা দিতে পারে বলেও মত চক্ষু বিশেষজ্ঞদের। আবার দীর্ঘক্ষণ একই মাস্ক ব্যবহারের ফলে অনেকের চোখের পাতাতেও নানা সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বিশেষজ্ঞদের দাবি, নাক দিয়ে নির্গত গরম বায়ুও অনেক ক্ষেত্রে আমাদের চোখের সমস্যার কারণ হতে পারে।
উপরোক্ত সমস্যাগুলি দেখা দিলে তাই অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে তার আগে কী কী করণীয় সে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেগুলি হল:
১. অবশ্যই বায়ু ঢোকা বেরনোর পথ রয়েছে এরকম মাস্ক (Mask) ব্যবহার করা প্রয়োজন।
২. বাইরে বেরনোর পর যত সম্ভব চোখে কম হাত দিন। বেশিবার চোখে হাত দিলেই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বাড়বে।
৩. অস্বস্তি বেশি হলে চোখে গরম জলের সেঁক দিতে পারেন। হালকা হাতে সামান্য চেপে চোখের পাতায় সেঁক দিন। তাতে আপনার চোখের শুষ্ক ভাব কমবে অনেকটাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.